রংপুর মেট্রোপলিটন মাহিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার বিদায়,বরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল (১১-নভেম্বর) শনিবার বিকাল ৪ টায় মাহিগঞ্জ থানা চত্বরে ভারপ্রাপ্ত কর্মকর্তা মুস্তাফিজুর রহমানের বিদায় এবং রওশন কবীরকে বরণে এ সভা অনুষ্ঠিত হয়।
মাহিগঞ্জ থানা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি রেজাউল করিমের সভাপতিত্বে এ সভায় বক্তব্য রাখেন মাহিগঞ্জ থানা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, মাহিগঞ্জ বাজার দোকান মালিক সমিতির সভাপতি ছালেহ আহমেদ মোল্লাহ, রংপুর মহানগর আওয়ামী লীগ সদস্য ও ৩০ নং ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর আলম তোতা, মাহিগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি তাজুল ইসলাম প্রধান, সাধারণ সম্পাদক কামরুজ্জামান পাটোয়ারী মিঠু, সাংগঠনিক সম্পাদক মোর্শেদা জামান কিউই, ৩৩ নং ওয়ার্ডের কাউন্সিলর আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ, মাহিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বাবলু নাগ ও মাহিগঞ্জ থানা পুলিশ কর্মকর্তা বৃন্দ।
এর আগে বিদায়ী অফিসার ইন চার্জ ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান এর ১৮ মাস মাহিগঞ্জ থানায় সঠিকভাবে দায়িত্ব পালন ও মাদক, ডাকাতি, চুরি, ছিনতাই, চোরা চালান রোধ সহ তার বিভিন্ন কর্মকাণ্ডের প্রশংসা করেন বক্তারা। অন্যদিকে নবাগত অফিসার ইনচার্জ মোঃ রওশন কবীরের আগামী দিনের কাজের সফলতা কামনা করা হয়।
অনুষ্ঠান সঞ্চালনা করেন মাহিগঞ্জ থানার এসআই বাবুল। সভা শেষে বিদায়ী ও নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।