1. admin@narijagrato.com : admin :
  2. emranhrony@outlook.com : News Editor : News Editor
শনিবার, ০৯ অগাস্ট ২০২৫, ০৭:১৬ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তিঃ
"দৈনিক নারী জাগ্রত" পত্রিকাতে সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা সিভি পাঠিয়ে দিন ই-মেইলেঃ narijagrata@gmail.com অথবা সরাসরি যোগাযোগ করুন – 01998–712363 – 01799–919901
শিরোনামঃ

ইন্জিনিয়ার পেশায় একযুগ পূর্তি উপলক্ষে ইন্জিনিয়ার মামুন উদ্দিনের বনার্ঢ্য আয়োজন

নারী জাগ্রত ডেস্ক :
  • আপডেট সময় : রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩
  • ১৭৯ বার পঠিত

ইন্জিনিয়ার পেশায় একযুগ পূর্তি উপলক্ষে ইন্জিনিয়ার মামুন উদ্দিনের বনার্ঢ্য আয়োজন

বিশেষ প্রতিনিধি।

৯ ডিসেম্বর, শনিবার,সন্ধ্যা ৭টায় লোহাগাড়া মর্ডাণ কমিউনিটি সেন্টারে সিভিল ইন্জিনিয়ারিং পেশায় এক যুগপূর্তি উদযাপন উপলক্ষে নির্মাণশিল্পীদের নিয়ে ডিনার পার্টির আয়োজন করলেন ইন্জিনিয়ার মোহাম্মদ মামুন উদ্দিন। অনুষ্ঠানে স্পনসর ছিলেন- একেএস স্ট্রিল, ডায়মন্ড সিমেন্ট, কনফিডেন্স সিমেন্ট, প্রিমিয়ার সিমেন্ট ও ফ্রেস সিমেন্ট। আয়োজনটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ইঞ্জিনিয়ারিং ওয়াল্ড বিল্ডিং ডিজাইন এন্ড কনসালটেন্ট। সাংবাদিক কাইছার হামিদের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এ. জে. চৌধুরী এন্ড কোম্পানীর চেয়ারম্যান আখরুজ্জমান চৌধুরী।
শুভেচ্ছা বক্তব্য রাখেন-আবুল খায়ের স্টিল লিমিটেডের এরিয়া ম্যানেজার শাহজাদা আরমান, ইফতেখার মাহমুদ, ডায়মন্ড সিমেন্টের ডেপুটি ম্যানেজার মোশারফ হোসেন, কনফিডেন্স সিমেন্টের এরিয়া ম্যানেজার মোহাম্মদ শাহেদ,
ফ্রেশ সিমেন্টের এরিয়া ম্যানেজার মোজাহেরুল হান্নান টিটু। এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার ইশতিয়াক হোসেন, শাহ্ আতাউল্লাহ ইঞ্জিনিয়ারিংয়ের স্বত্বাধিকারি মেম্বার এন্তেজার হোসেন সহ দক্ষিণ চট্টগ্রামের গণমাধ্যমের সংবাদকর্মী।এই বর্ণাঢ্য অনুষ্ঠানে শতাধিক নির্মাণশিল্পী ও শ্রমিকেরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ইন্জিনিয়ার মোহাম্মদ মামুন উদ্দিন বিগত এক যুগ ধরে সমাজের দায়বদ্ধতা থেকে দেশ ও জাতির পরিবেশ কল্যাণকর ও সরকারের সহায়ক ভূমিকা পালন করছে। তা সত্যিই প্রশংসনীয় এবং এক কর্মবীর।
নির্মাণশিল্পীদের উদ্দেশ্যে ইন্জিনিয়ার মামুন উদ্দিন বলেন, আগামীতে আমার নিজস্ব তহবিল থেকে এতিম ও অসহায় শ্রমিকদের জন্য ব্যায় করা হবে।
অনুষ্ঠানে উপস্থিত সকলের মধ্যে ড্র কূপনে বিজেতাদের মাঝে অতিথিরা পুরস্কার তুলে দেন। অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের জন্য ডিনারের আয়োজন করা হয়।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরও খবর