1. admin@narijagrato.com : admin :
  2. emranhrony@outlook.com : News Editor : News Editor
শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫, ১১:২৩ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তিঃ
"দৈনিক নারী জাগ্রত" পত্রিকাতে সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা সিভি পাঠিয়ে দিন ই-মেইলেঃ narijagrata@gmail.com অথবা সরাসরি যোগাযোগ করুন – 01998–712363 – 01799–919901
শিরোনামঃ

খুলনায় বিভাগীয় শ্রী শ্রী হরি মন্দিরে মতুয়া মহাসম্মেলন ২০২৪ অনুষ্ঠিত

সুদীপ্ত মিস্ত্রি, ডুমুরিয়া উপজেলা প্রতিনিধি
  • আপডেট সময় : সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৫২ বার পঠিত

সুদীপ্ত মিস্ত্রী, ডুমুরিয়া উপজেলা প্রতিনিধি 

খুলনার বিভাগীয় হরি মন্দির গল্লামারীতে প্রতিবারের ন্যায় এবছরও ১৬ ফেব্রুয়ারী রোজ শুক্রবার বাৎসরিক মতুয়া মহাসম্মেলন অনুষ্ঠিত। উক্ত অনুষ্ঠানে ডাঃ দুলাল রায় এর সভাপতিত্বে ও এ্যাডঃ অপূর্ব বৈদ্য ও মৌমি রায়ের সঞ্চালনায় প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন,শ্রী নারায়ন চন্দ্র চন্দ মাননীয় মন্ত্রী, ভূমি মন্ত্রনালয়,আলোকিত মান্যবর অতিথী হিসাবে উপস্থিত ছিলেন,শ্রী ননী গোপাল মন্ডল – মাননীয় সংসদ সদস্য, খুলনা ১,বরন্য অতিথী হিসাবে উপস্থিত ছিলেন,শ্রী সুজিত অধিকারী- সাধারন সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ, খুলনা জেলা শাখা আরও উপস্থিত ছিলেন শ্রী প্রশান্ত কুণ্ডু- সাধারন সম্পাদক, পূজা উদ্যাপন পরিষদ, খুলনা মহানগর। শ্রী শিকদার নিখিল রঞ্জন- সহ-সভাপতি, খুলনা বিভাগীয় হরিমন্দির।
শ্রী সমীর সাহা- সহ-সভাপতি, খুলনা বিভাগীয় হরিমন্দির। কার্ত্তিক বিশ্বাস- উপদেষ্টা, খুলনা বিভাগীয় হরিমন্দির। শ্রী সুধাময় মন্ডল- সহ-সভাপতি, খুলনা বিভাগীয় হরি মন্দির,শ্রীমতি শান্তি মাতা- তারক ধাম, জয়পুর, নড়াইল,ডাঃ সুদেব মন্ডল -চিকিৎসক, যুগ্ম মহাপরিচালক-ইম্পগো,শ্রী প্রফুল্ল কুমার রায়- বিশিষ্ট শিল্পপতি, ধর্মপ্রাণব্যক্তিত্ব, খুলনা,শ্রী নারায়ন চন্দ্র রায়- সহ-সভাপতি, খুলনা বিভাগীয় হরিমন্দির,শ্রী নান্টু রায়- ট্রাষ্টি, হিন্দু ধর্মীয় কল্যান ট্রাষ্ট
বিশেষ আলোচক হিসাবে উপস্থিত ছিলেন,শ্রী প্রফুল্ল কুমার রায় ও শ্রী নারায়ন চন্দ্র রায় সহ বিশেষ বিশেষ ব্যাক্তিবর্গরা। হাজার হাজার ভক্তবৃন্দের আগমনে হরিমন্দির কানায় কানায় পূর্ণ হয়েছিল। সকল ভক্তবৃন্দের প্রসাদ গ্রহনের পরবর্তীতে ধুলোট কির্ত্তন,আলোচনা ও রাএে ধর্মীয় যাএার মাধ্যমে এ অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরও খবর