1. admin@narijagrato.com : admin :
  2. emranhrony@outlook.com : News Editor : News Editor
শনিবার, ০৯ অগাস্ট ২০২৫, ০৭:২০ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তিঃ
"দৈনিক নারী জাগ্রত" পত্রিকাতে সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা সিভি পাঠিয়ে দিন ই-মেইলেঃ narijagrata@gmail.com অথবা সরাসরি যোগাযোগ করুন – 01998–712363 – 01799–919901
শিরোনামঃ

খুলনায় বিভিন্ন মন্দিরে পূজা উদযাপন

হাবিবুর রহমান মহানগর প্রতিনিধি
  • আপডেট সময় : সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩
  • ২১৩ বার পঠিত

খুলনা জেলাসহ রূপসা উপজেলার বিভিন্ন মন্দিরে হিন্দু ধর্মাবলম্বীরা উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা পালন করেন। এই পূজাতে দেবী দুর্গাকে মা হিসেবে বরণ করে নেন হিন্দু ধর্মালম্বীরা। অন্য সব প্রত্যন্ত গ্রামের মতোই নিভৃত, নির্জন, কোলাহলহীন শান্ত গ্রামটি এখন চঞ্চল হয়ে উঠেছে। হাজারো পাখি যেন ডানা খুলে উড়তে থাকে গ্রামের পথে-প্রান্তরে, বাড়িতে-বাড়িতে। সারা বছরের প্রতীক্ষা শেষে ঢাক বাজে, ঢোলক বাজে, মন্দিরে বাজে ঘণ্টা । দেবী দুর্গার দর্শন পেতে ঢল নামে ভক্তদের। এই শারদীয় সময়টির মিঠে-কড়া রোদ, রাতের কুয়াশা ভেজা বাতাসে তখন একটাই সুর ‘দুর্গা এল, দুর্গা এল’।মহাষ্টমীতে বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে দুর্গাপূজার বিশেষ পর্ব ‘কুমারী পূজা’। সনাতন শাস্ত্রমতে, মাতৃভাবে কুমারী কন্যাকে জীবন্ত প্রতিমা কল্পনা করে জগতমাতার উদ্দেশে শ্রদ্ধা নিবেদনই কুমারী পূজা। এ পূজার মাধ্যমে নারী হয়ে উঠবে পবিত্র ও মাতৃভাবাপন্ন। প্রত্যেকে নারীর হবে শ্রদ্ধাশীল।পূজার সময় হাজার হাজার সনাতন ধর্মাবলম্বী তাঁদের নানান রকমের মানত নিয়ে ছুটে আসেন মন্দিরে। কেউ হোমযজ্ঞ দেন, কেউ প্রদীপ কেউবা আগরবাতি জ্বালান, তারা সকলেই এ পূজার মাধ্যমে সকল মানুষের কল্যাণ কামনা করেন।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরও খবর