হবিগঞ্জের চুনারুঘাটে শানখলা ইউনিয়নে অবৈধভাবে বালু উত্তলনের ফলে তিন ফসলের ধানের জমি উর্বর মাটি কেটে এখন পুকুরে পরিণত হয়ে গেছে।
বৃহস্পতিবার (২৩ নভেম্বর চুনারুঘাটের সহকারী কমিশনার (ভূমি) মিলটন চন্দ্র পাল নেতৃত্বে উপজেলার ৫নং শানখলা ইউনিয়ন পরিষদের সংলগ্ন দেউন্দী- শায়েস্তাগঞ্জ আঞ্চলিক সড়কের পঞ্চাশ নামক স্থানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে অবৈধভাবে মাটি কাটার অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্তাপনা আইন ২০১০ অনুযায়ী ১লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে।
দণ্ডপ্রাপ্তরা হলেন মো: কবির মিয়া (৫২ ) পিতা মৃত: রশিদ মিয়া, গ্রাম সাদেক পুর, ডাকঘর শাকির মোহাম্মদ, থানা চুনারুঘাট জেলা হবিগঞ্জ ।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জনাব মাহবুব আলম মাহবুব, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, চুনারুঘাট।
সার্বিক সহযোগিতা করে চুনারুঘাট থানা পুলিশের একটি বিশেষ টিম।
জনস্বার্থে উপজেলা প্রশাসনের অভিযান এই অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।