শ্যামলী পরিবহন বাংলাদেশের পরিবহন জগতের জনপ্রিয় নাম। এই পরিবহনটি ১৯৮৮ সালে বাস কোম্পানির পরিবহন সার্ভিস নাম লিপিবদ্ধ করেন। বাংলাদেশের পরিবহন কোম্পানি গুলোর কথা মনে আসলেই সর্বপ্রথম যে কয়েকটি বাস কম্পানি কথা মনে আসে তার মধ্যে অন্যতম হলো শ্যামলী পরিবহন। শ্যামলী পরিবহন বাংলাদেশ আন্তঃজেলা বাস পরিচালনা করে থাকে। বর্তমানে সামান্য পরিমাণ দুটি নামে পরিচালিত হয়ে আসছে। একটি হল এন আর পরিবহন অন্যটি এস পি পরিবহন। বর্তমানে বাংলাদেশের প্রায় 386 রোটে নিয়মিত শ্যামলী পরিবহন চলাচল করে।
শ্যামলী পরিবহন এসি নন এসি উভয় প্রকার বাস সার্ভিস চালু করেছে। এ থেকে বলা যায় শ্যামলী পরিবহনের সব ধরনের যাত্রীদের জন্য যাতায়াতের সুব্যবস্থা রয়েছে। শ্যামলী পরিবহন এর প্রতিষ্ঠাতা গনেশ চন্দ্র ঘোষ একজন স্কুটার ড্রাইভার ছিলেন। তিনি সর্বপ্রথম তার স্কুটি বিক্রি করে শ্যামলী পরিবহন নামে একটি বাস রাজশাহী মহানগর সড়কে চালু করেন। সেই একটি বাস থেকে বর্তমানে বিশাল শ্যামলী পরিবহনের মালিক হন তিনি। তার এই বেড়ে ওঠার পেছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে যেটি কাজ করেছে সেটি হল শ্যামলী পরিবহনের ভালো মানের সেবা দেওয়ার সক্ষমতা। আর এর কারণে এটি এত জনপ্রিয় হয়ে উঠে।আজকে আমাদের এই নিবন্ধের আলোচ্য বিষয় হল শ্যামলী পরিবহনের কাউন্টারের পরিচালক শাকিবুল ইসলাম (রাজিব) ঠিকানা ইনাতগঞ্জ পূর্ব বাজার আলীগঞ্জ রোড হাজী ফারুক মার্কেট_ কাউন্টারের নাম্বার-০১৭১৮_২৮৪১৬৮/০১৭২৫_৯৯০১৪৫