জনবল সংকটে শানখলা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে সেবা ব্যাহত
মোঃ আজিজুর রহমান,হবিগঞ্জ জেলা প্রতিনিধি
-
আপডেট সময় :
বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩
-
১৬৫
বার পঠিত
জনবল সংকটে শানখলা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে সেবা ব্যাহত
মোঃ আজিজুর রহমান,হবিগঞ্জ জেলা প্রতিনিধি।
প্রয়োজনীয় শূন্য পদ নিয়েই পরিচালিত হচ্ছে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার শানখলা ইউনিয়নের একমাত্র গ্রামীণ জনপদের নারী-পুরুষের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সেবা কেন্দ্র । জনবলের অভাবের ফলে সেবা পাচ্ছে না প্রান্তিক জনগোষ্ঠী। চুনারুঘাট উপজেলার পশ্চিম অঞ্চলে চা বাগান বেষ্টিত শানখলা ইউনিয়ন। শানখলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে প্রয়োজনীয় কয়েকটি পদ শূন্য থাকায় পরিবার পরিকল্পনা সেবা কার্যক্রম যথাযথভাবে পরিচালনা করা সম্ভব হচ্ছে না বলে স্বীকার করেছে কর্তপক্ষ।
পরিবার পরিকল্পনা অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী প্রতিটি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে একজন উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (স্যাকমো) একজন পরিবার কল্যাণ পরিদর্শীকা (এফডব্লিউভি). একজন ফার্মাসিস্ট. একজন পরিবার পরিকল্পনা পরিদর্শক (এফপিআই) একজন এমএলএসএস/নিরাপত্তা প্রহরী ও একজন আয়ার পদ রয়েছে।
কয়েকটি টি পদ শূন্য থাকায় রোগীরা বিনামূল্যে চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। নিয়মিত গর্ভবতি মহিলাদের গর্ভপাত করানো যাচ্ছেনা। প্রয়োজনীয় যন্ত্রপাতি জনবল না থাকায় চিকিৎসা সেবার কাজ চরমভাবে ব্যাহত হচ্ছে। রোগীদের নিয়মিত চিকিৎসা সেবা দেওয়া সম্ভব হচ্ছে না। এতে হতদরিদ্র, বিত্তহীন ও নিু-মধ্যবিত্ত আয়ের মানুষ আর্থিক সংকটসহ সরকারি চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছে।
এলাকাবাসী, ইউনিয়নের সাধারণ প্রান্তিক জনগোষ্ঠীর কয়েক হাজার লোকের একমাত্র ভরসা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র।
জনবলসহ অন্য সুযোগ-সুবিধা না থাকায় অন্তহীন সমস্যায় চিকিৎসাসেবা। ইউনিয়নের কয়েক হাজার মানুষের স্বাস্থ্যসেবা বঞ্চিত বিঘিত হচ্ছে স্বাস্থ্যসেবা
শানখলা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রে গিয়ে দেখা যায় শূন্য নিরব নিস্তব্ধ কোন রোগী নেই আস্তে আস্তে ভিতরে ঢুকলাম দেখা হয় কথা হয় পরিবার পরিকল্পনা পরিদর্শক শ্রী কৃষ্ণা রানী পালের সঙ্গে ।
তিনি বলেন শানখলা ইউনিয়ন পরিবার পরিকল্পনা কল্যাণ কেন্দ্রে একজন উপ-সহকারী মেডিকেল অফিসার, একজন পরিবার কল্যাণ পরিদর্শীকা
দুটি পদ খালি রয়েছে । ডাক্তার অনুকূল দাস স্যার রিটায়ার্ডে যাওয়ার পর থেকে এখন পযর্ন্ত এপদে কোন লোক নিয়োগ দেওয়া হয়নি । কৃষ্ণা রানী বলেন সপ্তাহে একদিন করে কমিউনিটি ক্লিনিক স্যাটেলাইট ক্লিনিক গুলি পরিদর্শন করতে হয় অতএব আমি যেদিন পরিদর্শন যাই সেই দিন ইউনিয়ন পরিবার পরিকল্পনা স্বাস্থ্য সেবা কেন্দ্রটির সেবা দেওয়া বন্ধ থাকে। পরিবার কল্যাণ পরিদর্শীকা
(এফডব্লিউভি) দ্বারা স্বাস্থ্য সেবা দেওয়া হচ্ছে, এতে হিমশিম খেতে দেখা যায়।
প্রতিদিন গড়ে ৫৫/৬০ রোগী চিকিৎসা নিতে আসেন। এদের মধ্যে অধিকাংশ মহিলা ও বৃদ্ধা পুরুষ অসহায় গরীব লোক তাছাড়াও প্রতিদিন গর্ভবতী মহিলারা ও সেবা নিয়ে থাকেন।
চুনারুঘাট উপজেলা পরিবার পরিকল্পনা স্বাস্থ্য ও কল্যাণ কেন্দ্র কর্মকর্তা বলেন জনবলসহ নানা সমস্যার কথা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে । আশা করি এসব পদে নিয়োগ দেওয়া হবে। শূন্য পদগুলো পূরণ হলে আমরা সঠিক ও সুন্দর ভাবে স্বাস্থ্যসেবা প্রদান করতে সক্ষম হবো।
Please Share This Post in Your Social Media
এই জাতীয় আরও খবর