অভিযান-০১
(২১ অক্টোবর ২০২৩খ্রিঃ) ডিবি যশোরের এসআই(নিঃ)/ শেখ আবু হাসান, এসআই (নিঃ)/খান মাইদুল ইসলাম রাজিব, এএসআই(নিঃ) মোঃ নাজমুল ইসলাম, এএসআই(নিঃ) মোঃ আজাহারুল ইসলাম, ও সংগীয় ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম যশোর শার্শা থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া উক্ত তারিখ ১৬.৩০ ঘটিকার সময় যশোর জেলার শার্শা থানাধীন কাশিপুর সাকিনস্থ কাশিপুর পশ্চিমপাড়াস্থ জাহাঙ্গীর মোড়ল, পিতা-রফি মোড়ল এর বসতবাড়ী আসামী ১। জাহিদ হাসান মিঠু (২৬), পিতা-আব্দুল মুজিত, মাতা-মোছা: কোহিনুর বেগম, সাং-বেলতা কাশিপুর, থানা-শার্শা, জেলা-যশোর কে ৪৮ বোতলে ফেনসিডিল সহ গ্রেফতার করেন। জব্দকৃত ফেনসিডিল এর মূল্য অনুমান ১,৯২,০০০/-টাকা। এ সংক্রান্তে এসআই(নিঃ)/ শেখ আবু হাসান বাদী হয়ে শার্শা থানায় এজাহার দায়ের করেন।
অভিযান-০২
(২১ অক্টোবর ২০২৩খ্রিঃ) ডিবি যশোরের এসআই (নিঃ)/ মোঃ সাদ্দাম হোসেন, এসআই(নিঃ)/ মোঃ নুর ইসলাম, এএসআই(নিঃ)/সৈয়দ শাহিন ফরহাদ, এএসআই(নিঃ)/ মোঃ নাজমুল ইসলাম ও সংগীয় ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম যশোর বেনাপোল থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া উক্ত তারিখ ২০.৪৫ ঘটিকার সময় যশোর জেলার বেনাপোল পোর্ট থানাধীন বলফিল্ড সন্নিকটস্থ জনৈক ইয়াসিন আরাফাত (৩৫) এর খুশি অটো পাট্স নামক দোকানের সামনে বেনাপোল টু যশোরগামী পাকা রাস্তার উপর হইতে আসামী ১। মোঃ আব্দুস সালাম (৩৮), পিতা-মৃত গোলাম হোসেন ঢালী, মাতা-মোছাঃ মেহেরুন নেছা, সাং-খড়িডাঙ্গা ঢালীপাড়া, থানা-বনোপোল র্পোট, জলো-যশোর কে ১০ (দশ) বোতল ফেনসিডিল সহ গ্রেফতার করেন। জব্দকৃত ফেনসিডিল এর মূল্য অনুমান ৩০,০০০/-টাকা। এ সংক্রান্তে এসআই(নিঃ)/ মোঃ সাদ্দাম হোসেন বাদী হয়ে বেনাপোল থানায় এজাহার দায়ের করেন।