Warning: Creating default object from empty value in /home/ifaz/narijagrato.com/wp-content/themes/Newsparfect/lib/ReduxCore/inc/class.redux_filesystem.php on line 29
নড়াইলের মির্জাপুরে ২৪ দলীয় ব্যাডমিন্টন টুর্ণামেন্ট ২০২৩ অনুষ্ঠিত নড়াইলের মির্জাপুরে ২৪ দলীয় ব্যাডমিন্টন টুর্ণামেন্ট ২০২৩ অনুষ্ঠিত – নারী জাগ্রত
  1. admin@narijagrato.com : admin :
  2. emranhrony@outlook.com : News Editor : News Editor
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০১:৩৯ অপরাহ্ন
বিজ্ঞপ্তিঃ
"দৈনিক নারী জাগ্রত" পত্রিকাতে সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা সিভি পাঠিয়ে দিন ই-মেইলেঃ narijagrata@gmail.com অথবা সরাসরি যোগাযোগ করুন – 01998–712363 – 01799–919901
শিরোনামঃ

নড়াইলের মির্জাপুরে ২৪ দলীয় ব্যাডমিন্টন টুর্ণামেন্ট ২০২৩ অনুষ্ঠিত

এম মাহমুদুল হাসান নিপুন, নিজস্ব প্রতিবেদক নড়াইল
  • আপডেট সময় : বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩
  • ২৩৫ বার পঠিত

নড়াইলের মির্জাপুরে ২৪ দলীয় ব্যাডমিন্টন টুর্ণামেন্ট ২০২৩ অনুষ্ঠিত

এম, মাহমুদুল হাসান (নিপুন)

নড়াইলের ১২নং বিছালী ইউনিয়নের ঐতিহ্যবাহী মির্জাপুর গ্রামে,এস এস সি ব্যাচ ২০১৮ (মির্জাপুর মাধ্যমিক বিদ্যালয়) এর আয়োজনে,২৪ দলীয় ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। ২৬শে ডিসেম্বর (মঙ্গলবার) রাত ৮.৪৫ মিনিটে,মির্জাপুর বাজার ভূমি অফিস সংলগ্ন মাঠে এ টুর্ণামেন্টের আনুষ্ঠানিক উদ্ভোধন ঘোষণা করা হয়।
এসময়,মরহুম মোঃ হাফিজ স্মরনে ১ মিনিট নিরবতা পালন করা হয়।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথিঃ- হিসেবে উপস্থিত ছিলেন, এস এম আনিসুল ইসলাম (আওয়ামী লীগ এর মনোনীত সাবেক চেয়ারম্যান) ১২ নং বিছালী ইউনিয়ন পরিষদ,নড়াইল সদর,নড়াইল ।
বিশেষ অতিথিঃ হিসেবে উপস্থিত ছিলেন,মোঃ আবু বক্কর গাজী (প্রধান শিক্ষক) মির্জাপুর মাধ্যমিক বিদ্যালয়।
বিশেষ অতিথিঃ হিসাবে উপস্থিত ছিলেন,মোঃ রেজাউল করিম (ইনচার্জ) মির্জাপুর পুলিশ ক্যাম্প।
খুলনা,যশোর, নড়াইল ও দেশের বিভিন্ন জেলা থেকে থেকে আগত এক ঝাঁক তারকা প্লেয়ারের অংশ গ্রহনে মুখরিত হয়ে ওঠে উক্ত খেলাটি।
এসময় আরো উপস্থিত ছিলেন,সৈয়দ রিয়াজ আলী,শেখ আজিজ (সাবেক ইউপি সদস্য ২নং ওয়ার্ড) হাফিজুর রহমান (ইউপি সদস্য) স,ম,আল ফয়সাল,শেখ বিল্লাল হোসেন (বিশিষ্ট সমাজ সেবক) মুন্সি ইমরান হোসেন,মহিউদ্দীন পারভেজ,হাদিউজ্জামান (সুজন) কাজী আজিজ হোসেন প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্য,এস এম আনিসুল ইসলাম বলেন,খেলা- ধুলা আমাদের মন এবং শরিরকে ফিট রাখে। আমাদের শরীর এবং মনকে ঠিক রাখতে খেলাধুলার কোন বিকল্প নেই। কিন্তু দিন দিন ছেলে মেয়েরা মোবাইল গেম এর প্রতি বেশি আসক্ত হয়ে পড়ছে। তাদের কে গেম আসক্তি থেকে বেরিয়ে খেলাধুলার প্রতি উৎসাহিত করতে হবে।না হয় যুব সমাজ অন্ধকারে ধাবিত হবে।
উক্ত খেলাকে ঘিরে হাজারো ব্যাডমিন্টন প্রেমিদের ছিলো উপচে পড়া ভিড়।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরও খবর