নতুন তিন মুখ নিয়ে আসন্ন ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিশ্বকাপে ভরাডুবির পর ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশীপের দুই ম্যাচের টেস্ট সিরিজের মধ্যদিয়ে ক্রিকেটের বাইশ গজে ফিরছে বাংলাদেশ দল। যেখানে চোটের কারণে আসন্ন সিরিজে বাংলাদেশ দলের সাথে থাকছে না সাকিব আল হাসান এবং তাসকিন আহমেদকে। এছাড়া চোটের কারণে দীর্ঘদিন দলের বাইরে আছেন পেসার এবাদত হোসেন। তাইতো অনুমান করা গিয়েছিলো নিউজিল্যান্ড সিরিজে নতুন মুখ ডাক পাচ্ছেন জাতীয় দলে। হলোও তাই বাংলাদেশ দলে নতুন ডাক পেলেন শাহাদাত হোসেন দীপু আর হাসান মাহমুদের সাথে তরুণ হাসান মুরাদ। এছাড়া দলে ফিরেছেন দুই অভিজ্ঞ সাদমান ইসলাম এবং নুরুল হাসান সোহান।
একনজরে নিউজিল্যান্ডের বিপক্ষে বালাদেশ টেস্ট স্কোয়াড :
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাইম হাসান, খালেদ আহমেদ, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, শাহাদাত হোসেন দিপু ও হাসান মুরাদ