1. admin@narijagrato.com : admin :
  2. emranhrony@outlook.com : News Editor : News Editor
রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ০৩:৫৭ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তিঃ
"দৈনিক নারী জাগ্রত" পত্রিকাতে সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা সিভি পাঠিয়ে দিন ই-মেইলেঃ narijagrata@gmail.com অথবা সরাসরি যোগাযোগ করুন – 01998–712363 – 01799–919901
শিরোনামঃ

নরসিংদীতে ভয়েজ বিডি ২৪.কম সম্পাদকের আমন্ত্রণে রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ভিসির আগমন

মাহমুদুল হাসান লিমন,জেলা প্রতিনিধি নরসিংদী
  • আপডেট সময় : শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৪৮ বার পঠিত

মাহমুদুল হাসান লিমন,জেলা প্রতিনিধি নরসিংদী

নরসিংদী মনোহরদীতে ভয়েজ বিডি ২৪.কম এর সম্পাদক, কাজী শরিফুল ইসলাম শাকিল এর আমন্ত্রণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে লোকপ্রশাসন বিভাগের গ্রেড-১ অধ্যাপক ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ। উনি জাতীয় ও আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষণে অবদানের স্বীকৃতি স্বরুপ ২০০৭ সালে অতীশ দীপঙ্কর স্বর্ণপদক এবং ২০১১ সালে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের লেজিসলেটিভ ফেলোশিপ অর্জন করেন। তিনি আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষণ হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র, মিশর, মোজাম্বিক, জাম্বিয়া, নাইজেরিয়া, শ্রীলঙ্কা, নেপাল, পাকিস্তা হংকং সহ পৃথিবীর বিভিন্ন দেশে দায়িত্ব পালন করেছেন। তিনি জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ পরিষদ (জানিপপ) এর চেয়ারম্যান ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক

ভিসি, প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ অল্প সময়ের সফরে মনোহরদীতে আগমণ করেন। এ সময় তিনি ভয়েজ বিডি ২৪.কম সম্পাদকের নিজবাড়ী মনোহরদী উপজেলা চালাকচর ইউনিয়নের হাবিজপুর ও শ্বশুরবাড়ী বড়চাপা ইউনিয়নের ভরাদিয়া গ্রামে কিছুক্ষণ অবস্থান করেন। এরপর বন্ধু শাকিলকে নিয়ে তিনি গ্রামের বিভিন্ন স্থান পরিদর্শন করেন এবং সাধারণ মানুষের আপ্যায়নে মুগ্ধ হন। উনার আগমণের বিষয়ে জানতে চাইলে, ভয়েজ বিডি ২৪.কম এর সম্পাদক কাজী শরীফুল ইসলাম শাকিল বলেন, আজ আমার দাদী-শ্বাশুড়ীর কুলখানি ছিল,এ উপলক্ষ্যেই উনার এখানে আসা। এছাড়াও তিনি আমার খুব ঘনিষ্ঠ বন্ধু। উনার মতো বন্ধু পেয়ে সত্যিই আমি আনন্দিত ও গর্বিত। উনার আগমণে আমরা মনোহরদীবাসী ধন্য। আমি সর্বদা প্রিয় বন্ধুর সর্বোপরী সফলতা ও উত্তরোত্তর মঙ্গল কামনা করি।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরও খবর