নরসিংদীর মনোহরদীতে পাট উৎপাদনকারী চাষীদের মাঝে বিনামূল্যে পাটবীজ ও রাসায়নিক সার বিতরণ
মাহমুদুল হাসান লিমন,জেলা প্রতিনিধি নরসিংদী
নরসিংদীর মনোহরদীতে পাট উৎপাদনকারী চাষীদের মাঝে বিনামূল্যে পাটবীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন করা হয়েছে । সকালে মনোহরদী উপজেলার উপ সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মিঠুন চন্দ্র ভৌমিকের সঞ্চ্যালনায় প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন মনোহরদী উপজেলা নির্বাহী অফিসার হাছিবা খান । এসময় আরও উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ মারুফ দস্তেগীর,
মনোহরদী উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক প্রীয়াশিষ রায়, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শহিদুর রহমান, বিভিন্ন ইউনিয়নের পাটচাষিরাসহ আরও অনেকে। উপজেলার ১ টি পৌরসভা ১২ টি ইউনিয়নের ২ হাজার পাটচাষিদের মাঝে বিনামূল্যে পাটবীজ ও রাসায়নিক সার বিতরণ করা হবে।