মোঃ মিঠু সরকার রাজশাহী জেলা প্রতিনিধি
রাজশাহীর বাগমারার উপজেলার তোকিপুর উচ্চ বিদ্যালয়ে অবৈধভাবে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠন ও নিয়োগ বাণিজ্যের প্রতিবাদে প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসি।মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি ) দুপুরে তৌকিপুর উচ্চ বিদ্যালয় মাঠে মূল ফটকের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা অবৈধ কমিটি গঠন ও নিয়োগ বানিজ্যের অভিযোগে তোকিপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ গিয়াস উদ্দিনের অপসারণ দাবি জানায়।জানা যায় , দীর্ঘদিনের অনিয়মের ধারাবাহিকতায় তোকিপুর উচ্চবিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ গিয়াস উদ্দিন পকেট কমিটি গঠনকেই নিয়মে পরিনত করেছেন। সম্প্রতি তিনি কাউকে না জানিয়ে গণতান্ত্রিক প্রথা না মেনে নিজের পক্ষের লোক নিয়ে পকেট কমিটি গঠন করেছেন।এলাকার, আনিছুর রহমান, প্রভাষক নজরুল ইসলাম মীর আঃ সাত্তার রেজাউল ইসলাম ও সিরাজ উদ্দিন অভিযোগ করে বলেন, পকেট কমিটি গঠন করে প্রধান শিক্ষক এক কোটি টাকার নিয়োগ বাণিজ্য করে ৪ টি পদে নিয়োগ দিয়েছেন।তবে, এই বিষয়ে তোকিপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ গিয়াস উদ্দিনের কোন বক্তব্য পাওয়া যায়নি।মানববন্ধনে উপস্থিত ছিলেন, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বাদশা বুলবুল, আনিসার রহমান,ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য শাহাবুর রহমান দুলাল, গোলাম হোসেন আফসার কারিগর, ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য আমজাদ হোসেন এবং তোকিপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও অভিভাবক বৃন্দ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ।