1. admin@narijagrato.com : admin :
  2. emranhrony@outlook.com : News Editor : News Editor
শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫, ১১:১৫ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তিঃ
"দৈনিক নারী জাগ্রত" পত্রিকাতে সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা সিভি পাঠিয়ে দিন ই-মেইলেঃ narijagrata@gmail.com অথবা সরাসরি যোগাযোগ করুন – 01998–712363 – 01799–919901
শিরোনামঃ

মান্দায় জোরপূর্বক জমি দখল ও বসতবাড়িতে হামলা এবং ভাঙচুরের অভিযোগ উঠেছে

মহসিন রেজা নওগাঁ জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : সোমবার, ২৫ মার্চ, ২০২৪
  • ১৩৩ বার পঠিত

মান্দায় জোরপূর্বক জমি দখল ও বসতবাড়িতে হামলা এবং ভাঙচুরের অভিযোগ উঠেছে। 

মহসিন রেজা, নওগাঁ জেলা প্রতিনিধি

নওগাঁর মান্দায় ১৩ নং কশব ইউনিয়নের শিয়াটা গ্রামে, অভিযোগসূত্রে জানা যায় আব্দুল বাকী সোনার ও আব্দুল বারী সোনার, শহিদুল ইসলামের তফসিলে বর্ণিত সম্পত্তি সেখানে পৈত্রিক ওয়ারিশ সূত্রে জমি বের করে নিয়ে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছে কিন্তু বিবাদী আব্দুল বারী ও আব্দুল বাকী সন্ত্রাসী কায়দায় বসতবাড়িতে হামলা ও ভাঙচুর করে এবং জমির মাপঝোক ছাড়াই ঘর নির্মাণ কাজ শুরু করে দেয় এবং আমার বাড়ী যাতায়াত রাস্তা বন্ধ করে। এ বিষয়ে বাদী শহিদুল ইসলাম বলেন , একই গ্রামের মোঃ হায়দার সোনারের ছেলে আব্দুল বারী ও বাকি সোনার, তারামসজিদ এবং ঈদগাহে যাতায়াতের রাস্তা বন্ধ করে এবং আমার পৈতৃক ওয়ারিশ সূত্রে পাওয়া তফসিলে বর্ণিত জমি জোরপূর্বক দখল করে বসতবাড়ি নির্মাণ কাজ শুরু করেছে এতে আমরা বাধা-প্রদান করতে গেলে আমাকে বিভিন্ন রকম ভাবে হুমকি প্রদান এবং আমার বসতবাড়িতে ভাঙচুর করে তারা
এ বিষয়ে একাধিক এলাকাবাসীর কাছ থেকে জানতে চাইলে তারা বলেন , আব্দুল বাকি ও বারী আমাদের সাধারণ মানুষের চলাচলের রাস্তা বন্ধ করে ও শহিদুলের জায়গা জমি দখল করে ঘর নির্মাণ করছে তারা।
এ বিষয়ে মান্দা থানা অফিসার ইনচার্জ মোজাম্মেল হক কাজী জানান অভিযোগ পেয়েছি পুলিশ পাঠিয়ে তদন্ত সাপেক্ষে আইন গত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরও খবর