মিঠাপুকুরে জমি নিয়ে বিরোধের জেরে শিশুর মাথার চুল কেটে দিয়েছে দুর্বৃত্তরা
মোঃ ফিরু মিয়া, মিঠাপুকুর উপজেলা প্রতিনিধি
রংপুরের মিঠাপুকুর উপজেলার ০৬ নং কাফ্রিখাল ইউনিয়নের মুরাদদর্প নারায়ণপুর এলাকার রাহেনুল ইসলামের ৭ বছরের ছেলে লাইবুর রহমান ওরফে কবির, দুর্বৃত্তদের হাতে নির্যাতন মাথার উভয় পাশে চুল কেটে দেওয়ার মতো নৃশংস ঘটনার শিকার হয়েছেন । (রবিবার ১৭ই মার্চ) এলাকাবাসী ও অভিযোগ সূত্রে জানা যায় আনুমানিক বিকাল ৫ ঘটিকার সময় সাত বছরের শিশু ছেলেটি আলিপুর থেকে বাড়ি যাওয়ার পথে । মুরাদদর্প নারায়নপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই নৃশংস ঘটনার স্বীকার হয় । দুর্বৃত্তরা হলেন মুরাদদর্প নারায়নপুর গ্রামের মানিক মিয়ার ছেলে সোহেল রানা (৩৫) ও একই গ্রামের আরো দুজন হলেন আতিকুর রহমান হান্নানের ছেলে পারভেজ মিয়া (২৮) ও পাপ্পু মিয়া (২২) শিশু ছেলেটিকে জোরপূর্বক মাঠে নিয়ে গিয়ে তিনজনে মিলে ধস্তাধস্তি করে কাঁচি দিয়ে কানের উপরে মাথার উভায় পাশের চুল কেটে দেয়।এলাকাবাসীর একজন বলেন আমি যখন বিকেল বেলায় স্কুলের মাঠ দিয়ে যাই দেখি ছেলেটি কান্নাকাটি করতেছে সাথে ওই তিনজনও আছে । ছেলেটির বয়ান অনুযায়ী সে রাস্তা দিয়ে যাওয়ার সময় পারভেজ তাকে ডেকে নিয়ে আসে পা দুটো শক্ত করে ধরে অপরদিকে পাপ্পু হাত দুটো শক্ত করে ধরে এবং সোহেল জোরজাবস্ত আমার মাথার দুই পাশের চুল কেটে দেয় । ছেলের বাবা বলেন আমার ছেলেকে হত্যা করার জন্য তারা এই পূর্বপরিকল্পনা অনুযায়ী আমার ছেলেকে ওখানে নিয়ে গেছিল হত্যার চেষ্টা চালাচ্ছিল আশেপাশের লোকজনের কারণে হত্যা করতে না পারায় ওর চুল কেটে ছেড়ে দেয় । আমার একটা ১১ শতাংশ জমি তারা প্রায় ২৮ বছর যাবত জোরপূর্বক দখল নেয়ার চেষ্টা করে আসছিল কিন্তু আমি জমিটির উপর ১৪৪ ধারা জারি করে ফসল ফলাই। এরই প্রেক্ষিতে জমির দখল না নিতে পেরে আমার ছেলের সঙ্গে এ নিশংস ঘটনা ঘটায় তারা। এর সঠিক তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি ও সঠিক বিচারের দাবি জানাচ্ছি । ওই ওয়ার্ডের মেম্বার ফুয়াদ মন্ডল বলেন ঘটনাটির সত্যতা যাচাইয়ের জন্য বিভিন্ন মাধ্যম ও ছেলেটির কাছ থেকে যা জানতে পেরেছি ঘটনাটি অনেকটাই সততা আছে । তবে সঠিক তদন্ত হলে সত্য ঘটনা সামনে চলে আসবে ।