1. admin@narijagrato.com : admin :
  2. emranhrony@outlook.com : News Editor : News Editor
রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ১০:৪৫ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তিঃ
"দৈনিক নারী জাগ্রত" পত্রিকাতে সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা সিভি পাঠিয়ে দিন ই-মেইলেঃ narijagrata@gmail.com অথবা সরাসরি যোগাযোগ করুন – 01998–712363 – 01799–919901
শিরোনামঃ

মিঠাপুকুর উপজেলায় সেফটিক ট্যাংকে পড়ে মা ছেলেসহ তিনজনের মৃত্যু

নারী জাগ্রত ডেস্ক :
  • আপডেট সময় : শুক্রবার, ৫ জুলাই, ২০২৪
  • ১১৬ বার পঠিত

মিঠাপুকুর থেকে মোঃ ফিরু মিয়া (৪ জুলাই)  বৃহস্পতিবার সকাল ছয়টার দিকে উপজেলার ১৩ নং শাল্টি গোপালপুর ইউনিয়নের ধাপ উদয়পুর গ্রামে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।

বিষয়টি ডিআরবি নিউজকে * নিশ্চিত করেছেন মিঠাপুকুর থানার ওসি ফেরদৌস ওয়াহিদ।নিহতরা হলেন উদয়পুর গ্রামের বাদশা মিয়ার স্ত্রী দেলোয়ারা বেগম এবং তার ছেলে হুদা মিয়া এবং প্রপ্রতিবেশী  তবারক হোসেনের ছেলে ইবলুল মিয়া।

স্থানীয়রা জানান, ভোরে কচু শাক তুলতে গিয়ে পা পিছলে ন সেফটিক ট্যাংকে পড়ে যান দেলোয়ারা বেগম। সেটি দেখতে পেয়ে নিচে নামেন ছেলে হুদা মিয়া ও ইবলুল মিয়া। পরে ট্যাংকে জমে থানা গ্যাসের কারণে তিনজনই মারা যান।

খবর পেয়ে মিঠাপুকুর থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ তিনটি উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।

মিঠাপুকুর থানার ওসি ফেরদৌস ওয়াহিদ বলেন, এ ঘটনায় নিহতদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি। অসাবধানতার কারণে ঘটনা ঘটেছে।

এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। গ্রামের লোকজন ছাড়াও আশপাশের গ্রামের লোকজন এমন খবরে গ্রামটিতে ছুটে গিয়ে নিহতের পরিবারকে সান্ত্বনা দিচ্ছেন।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরও খবর