Warning: Creating default object from empty value in /home/ifaz/narijagrato.com/wp-content/themes/Newsparfect/lib/ReduxCore/inc/class.redux_filesystem.php on line 29
রায়গঞ্জে নলকা ইউপি চেয়ারম্যান আবু বক্কার এর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ  রায়গঞ্জে নলকা ইউপি চেয়ারম্যান আবু বক্কার এর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ  – নারী জাগ্রত
  1. admin@narijagrato.com : admin :
  2. emranhrony@outlook.com : News Editor : News Editor
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৪:৪১ অপরাহ্ন
বিজ্ঞপ্তিঃ
"দৈনিক নারী জাগ্রত" পত্রিকাতে সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা সিভি পাঠিয়ে দিন ই-মেইলেঃ narijagrata@gmail.com অথবা সরাসরি যোগাযোগ করুন – 01998–712363 – 01799–919901
শিরোনামঃ

রায়গঞ্জে নলকা ইউপি চেয়ারম্যান আবু বক্কার এর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ 

মোঃ মুনছুর হেলাল, নিজস্ব প্রতিবেদক সিরাজগঞ্জ
  • আপডেট সময় : সোমবার, ১ এপ্রিল, ২০২৪
  • ১৪৫ বার পঠিত

রায়গঞ্জে নলকা ইউপি চেয়ারম্যান আবু বক্কার এর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ। 

মোঃ মুনছুর হেলাল, নিজস্ব প্রতিবেদক সিরাজগঞ্জ। 

সিরাজগঞ্জ রায়গঞ্জের ৭নং নলকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবু বকর সিদ্দিক এর বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি এবং বিভিন্ন প্রকল্পের টাকা আত্মসাৎ এর অভিযোগে ৯ জন ইউপি সদস্য রবিবার (৩১’মার্চ) উপজেলা নির্বাহী অফিসার বরাবর অনাস্থা জ্ঞাপন করে অভিযোগ দাখিল করেন । আবেদন সূত্রে জানা যায়, তিনি দীর্ঘ ২বছর যাবত ইউপি সদস্যগণের সম্মানী ভাতা প্রদান করেন না। বিগত তিন অর্থবছররের স্থানীয় ইউপি ট্যাক্স, ভূমি উন্নয়কর ও ট্রেড লাইসেন্স হইতে প্রাপ্ত অর্থ এবং উপজেলা হইতে প্রাপ্ত ১% অর্থ এবং ইউনিয়ন উন্নয়ন তহবিল, কাবিখা, কাবিটা, টিআর, এডিপি এর প্রকল্প সমূহ বিধি বহির্ভূতভাবে একক সিদ্ধান্তে অনিয়ম ও দূর্নীতির মাধ্যমে নিজেই আংশিক বাস্তবায়ন অথবা বাস্তবায়ন না করেই প্রকল্প সমূহের অর্থ আত্মসাৎ করেন এবং ইউনিয়ন পরিষদ মেরামত বাবদ প্রাপ্ত অর্থ মেরামত না করে উক্ত অর্থ আত্মসাৎ করেন । তাছাড়াও বয়স্ক ভাতা, বিধবা ভাতা ও মাতৃকালীন ভাতা কোন প্রকার রেজুলেশন না করে নিজের পছন্দমতো ব্যক্তিগণের নাম সুপারিশ করে উপজেলায় প্রেরণ করেন । ঈদ উপলক্ষে হতদরিদ্রদের জন্য বরাদ্দকৃত ভিজিএফ কার্ডের তালিকা ইউপি সদস্যগণের নিকট হইতে গ্রহণ না করে মিটিং ছাড়াই পুরাতন উপকারভোগীদের নামের তালিকা উপজেলায় প্রেরণ করেন । ফলে বহুসংখ্যক হতদরিদ্র ব্যক্তিগণ তাদের প্রাপ্য অধিকার হইতে বঞ্চিত হচ্ছেন । ইউপি সদস্যরা জানান, অধিকাংশ ক্ষেত্রেই তিনি ইউপি সদস্যগণের মতামতের তোয়াক্কা না করিয়া ভয়-ভীতি ও হুমকি-ধামকির মাধ্যমে মিটিং না করিয়া রেজুলেশনে স্বাক্ষর প্রদানে বাধ্য করেন। এবং  এককভাবে সিদ্ধান্ত গ্রহণের স্বার্থে পরিষদ ভবনে পর্যাপ্ত কক্ষ থাকা সত্ত্বেও ইউপি সদস্যগণের জন্য কোন প্রকার বসার ব্যবস্থা রাখেন নাই । এরকম বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির জন্য তারা অনাস্থা জ্ঞাপন করেন । চেয়ারম্যান আবু বকর সিদ্দিক এর সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলে যোগাযোগ সম্ভব হয় না । রায়গঞ্জের ইউএনও মহাদয় জানান, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ধারা অনুযায়ী তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরও খবর