1. admin@narijagrato.com : admin :
  2. emranhrony@outlook.com : News Editor : News Editor
শনিবার, ০৪ অক্টোবর ২০২৫, ০২:৩০ অপরাহ্ন
বিজ্ঞপ্তিঃ
"দৈনিক নারী জাগ্রত" পত্রিকাতে সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা সিভি পাঠিয়ে দিন ই-মেইলেঃ narijagrata@gmail.com অথবা সরাসরি যোগাযোগ করুন – 01998–712363 – 01799–919901
শিরোনামঃ

শব্দতীর্থ উৎসব ২০২৩ প্রথম পর্ব এবার ফিরাও মো‌রে শুভ সূচনা হলো

বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় : সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩
  • ১৯০ বার পঠিত

শব্দতীর্থ উৎসব ২০২৩ প্রথম পর্ব”এবার ফিরাও মো‌রে শুভ সূচনা হ‌লো। 

বিশেষ প্রতিনিধি-★দৈনিক নারী জাগ্রত★

জীবনানন্দ সভা ঘর বাংলা একাডেমি কোলকাতা, ১৭ ডি‌সেম্বর র‌বিবার ,বি‌কেল ৫টায়, বক্তব্য রা‌খেন সৈয়দ হাসমত জালাল (ক‌বি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব) তি‌নি তু‌লে ধ‌রেন বাংলা‌দে‌শের বিজ‌য়ের কথা, ও সা‌হিত‌্য চর্চার বিষয় গঠনমুলক বক্তব্য, তার বক্ত‌ব্যে ছি‌লো শব্দতীর্থ কর্ণধার আবৃ‌ত্তিরাজকন‌্যা ঈ‌শিতা দাস অ‌ধিকারীর জীব‌নী ও বি‌ভিন্ন ম‌ঞ্চে তার শ্রীমধুর ক‌ন্ঠের আবৃ‌ত্তি নি‌য়ে নজরুল ও রবীন্দ্রনাথ ক‌বিতায় তার আবৃ‌ত্তি, কবি অজিত বাইরী বক্তব‌্য রা‌খেন ক‌বিতার ও সা‌হি‌ত্যের, ক‌বি ও সংগঠক কেশবরঞ্জন বক্তব‌্য রা‌খেন সাংগঠ‌নিক ও বি‌ভিন্ন ম‌ঞ্চের, সমীর চক্রবর্তী ,মিতালী মুখোপাধ্যায়,মহুয়া বসু সেন,রুপা নন্দী,মনমুগ্ধকর আবৃ‌ত্তি প‌রি‌বেশন ক‌রেন,শ্রোতার হৃদয় জয় ক‌রে,শ্রুতিনাটকে চমৎকার প‌রি‌বেশনা ছি‌লো,চন্দ্রিমা দত্ত,হেমন্ত মুখোপাধ্যায়,বিশ্ব‌জিৎ সরকার,শুক্লা মাঝি

আবৃ‌ত্তি‌শিল্পী মহুয়া গুপ্ত ঘোষ,মুনমুন বোস,প্রণ‌তি হালদার, ইন্দুভূষণ মহাপাত্র,প্রোগ্রাম কে বর্ণময় সন্ধ‌্যায় রুপ দি‌লেন বি‌ভিন্ন ক‌বির ক‌বিতায় আবৃ‌ত্তি তু‌লে ধ‌রেন শ্রোতার মা‌ঝে,আবহ :প্রসাদ গাঙ্গুলি. উপস্থাপনায়,মৌসুমী ঘোষ দাস ও শুক্লা মাঝি,মঞ্চ সজ্জা ছি‌লো অসাধারণ,কৈলাশ দাস, সা‌র্বিক অনুষ্ঠান প‌রিচালনায় ছি‌লেন বি‌শিষ্ট আবৃ‌ত্তি‌শিল্পী ঈ‌শিতা দাস অ‌ধিকারী (কর্ণধার শব্দতীর্থ)।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরও খবর