মোঃ শাহাবুদ্দিন সেলিম,স্টাফ রিপোর্টার সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের তাড়াশে ঢাকা হাবিবুল্লাহ্ বাহার ইউনির্ভাসিটি কলেজের ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ ইমন রহমান নৌকার পক্ষে গনসংযোগ পথসভা ও লিফলেট বিতরণ করছেনে।বুধবার (৩ জানুয়ারী)কালিদাশনিলী গ্রামের তার নিজ বাস ভবন থেকে ১০০ শতাধিক মোটরসাইকেল এবং নেতাকর্মীদের একসাথে নিয়ে গনসংযোগে বের হন ইমন রহমান।তাড়াশ উপজেলার মহিষলুটি বাজার থেকে খালকুলা বাজার হতে মঙ্গবাড়ীয়া বাজার,তাড়াশ বাজারসহ একাধিক স্থানে সাধারণ জনগনের সাথে শুভেচ্ছা বিনিময় করনে এবং অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল আজিজ এমপি ও নৌকার পক্ষে ভোট চান ও দোয়া কামনা করনে।
তাড়াশ থেকে এমপি ডাঃ আজিজকে সঙ্গে নিয়ে এমপির বিনায়েকপুর পথসভায় যোগদান করেন।এ সময় বক্তব্য রাখেন,৬৪ সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ-সলংগা) আসনে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনী নৌকার এমপি পদ প্রার্থী অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল আজিজ।পথসভায় উপস্থিত ছিলেন,তাড়াশ উপজেলা যুবলীগের সভাপতি মোঃ ফরহাদ আলী বিদ্যুৎ,তাড়াশ উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ ইকবাল হোসেন।আরও অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন।