সিলেট শহরের ফুটপাত দখলমুক্ত মুক্ত হওয়ায় জনমনে স্বস্তি
আবু জাফর দোলন,কোম্পানীগঞ্জ উপজেলা প্রতিনিধি
সিলেটের সাবেক মেয়র আরিফুল হকের দৃড় সিদ্ধান্তের কারণে অনেক প্রচেষ্টার পরে ফুটপাত দখলমুক্ত করতে পেরেছিলেন,নগরের উন্নয়ন ও শৃঙ্খলার স্বার্থে আপোষহীনতার জন্য সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীকে নগরবাসী দীর্ঘদিন পর্যন্ত মনে রাখবে । বর্তমান মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী দায়িত্ব নেয়ার পরে,নগরীর প্রতিটি রাস্তা অলি গলি ভাসমান হকারদের দখলে পুনরায় চলে যায়,এতে যানজট সারাদিন লেগেই থাকত । সিলেট শহরের আম্বরখানা,চৌহাট্রা,জিন্দাবাজার,বন্দর জানজটের কারনে কার্যত অচল হয়ে পড়ত।অপরদিকে হকারদের দখলে ফুটপাত থাকার কারনে মানুষ জন হেটেও চলাফেরা করতে পারতনা । অবশেষে বর্তমান মেয়রের যতোপযুক্ত কার্যকরী সিদ্ধান্তে ফুটপাত পুনরায় দখলমুক্ত হয়েছে,এবং জনমনে স্বস্তি নেমে এসেছে । আপামর নগরবাসী ও মার্কেটের স্থায়ী ব্যবসায়ীরা মেরয়কে সাধুবাদ জানাচ্ছেন।ব্যবসায়ীদের দাবি আবারো যেন কোন অসাধু চক্র ফুটপাত দখল করতে না পারে,সেই ব্যবস্থা নিতে মেয়র সাহেবের প্রতি উদাত্ত আহব্বান জানান।