Warning: Creating default object from empty value in /home/ifaz/narijagrato.com/wp-content/themes/Newsparfect/lib/ReduxCore/inc/class.redux_filesystem.php on line 29
স্মার্ট মান্দা গড়ার শপথ নিলেন এমপি গামা স্মার্ট মান্দা গড়ার শপথ নিলেন এমপি গামা – নারী জাগ্রত
  1. admin@narijagrato.com : admin :
  2. emranhrony@outlook.com : News Editor : News Editor
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১২:০২ অপরাহ্ন
বিজ্ঞপ্তিঃ
"দৈনিক নারী জাগ্রত" পত্রিকাতে সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা সিভি পাঠিয়ে দিন ই-মেইলেঃ narijagrata@gmail.com অথবা সরাসরি যোগাযোগ করুন – 01998–712363 – 01799–919901
শিরোনামঃ

স্মার্ট মান্দা গড়ার শপথ নিলেন এমপি গামা

মহসিন রেজা,নওগাঁ জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১১ জানুয়ারী, ২০২৪
  • ১৮৩ বার পঠিত

স্মার্ট মান্দা গড়ার শপথ নিলেন এমপি গামা

মহসিন রেজা,নওগাঁ জেলা প্রতিনিধি

স্মার্ট বাংলাদেশ গড়ার ধারাবাহিকতায় পুরো মান্দাকে ‘স্মার্ট মান্দা’ হিসেবে গড়ে তোলার প্রত্যয় করেছেন নওগাঁ-৪ (মান্দা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এসএম ব্রহানী সুলতান মামুদ গামা।

বুধবার (১০ জানুয়ারি) রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে কথা জানান তিনি।

এমপি গামা বলেন, মান্দার ভৌগোলিক অবকাঠামো এবং আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করে যাবো। শিক্ষিত বেকারদেরও কর্মসংস্থানের সুযোগ করে দেবো। সেইসাথে নারীদের দক্ষতা উন্নয়নেও কাজ করবো।

এর আগে, সকালে শপথ নিয়েছেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৪ (মান্দা) আসনে নির্বাচিত সংসদ সদস্য এসএম ব্রহানী সুলতান মামুদ গামা।

 

এদিন সকাল ১০টায় শপথের আনুষ্ঠানিকতা শুরু হয়। অন্যান্য কার্যক্রম শেষে তিনি শপথের কাগজে স্বাক্ষর করেন। পরবর্তী কার্যক্রম হিসেবে সংসদের রেজিস্ট্রারে স্বাক্ষর করেন।

শপথ গ্রহণের পর ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে গভীর শ্রদ্ধা জানিয়ে এক মিনিটি নীরবতা পালন ও দোয়া করেন এমপি ব্রহানী সুলতান মামুদ গামা।

সেইসাথে ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমনাসহ নিহত সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন নওগাঁ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য শেখ আব্দুল লতিফ, মান্দা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম মন্ডল উত্তরা ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ মো. ফলজুর রহমান, কাঁশোপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম, মৈনম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান, জেলা পরিষদের সদস্য আব্দুল মজিদ, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মো. এমদাদুল হক, সাধরণ সম্পাদক নওসাদ আলী,রাজশাহী মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ আসলাম হোসেন টিপু সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সকল পযার্য়ের নেতাবৃন্দ।

৭ জানুয়ারি রোজ রবিবার নওগাঁ-৪ (মান্দা) আসনে স্বতন্ত্র প্রার্থী এসএম ব্রহানী সুলতান মামুদ গামা তার ট্রাক প্রতীক নিয়ে ৮৫ হাজার ১৮০ ভোট পেয়ে বিজয়ী হন।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরও খবর