আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় সভানেত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী দলীয় প্রার্থীর বাইরেও ডামি প্রার্থী রাখার নির্দেশনা অনুযায়ী দলীয় মনোনয়ন না পেলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিবেন ব্যরিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।
তিনি জানিয়েছেনমাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বলেছেন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় কেউ পাস করে আসতে পারবেন না। প্রত্যেক প্রার্থীকেই একজন করে দলীয় ডামি প্রার্থী রাখতে হবে। এক্ষেত্রে আমি দলীয় মনোনয়ন না পেলে হবিগঞ্জ -৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার চিন্তাধারা করছি।
আগামী ৩০ নভেম্বর মনোনয়ন জমাদানের শেষ তারিখ এবং আগামী ৭ জানুয়ারী ২০২৪ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।