১৩ বছরের নাবালিকা অপহরণ অপহরণের ০৮ ঘন্টার মধ্যে উদ্ধার করেছে র্যাব, নুর আলম গ্রেপ্তার।
মোঃ রুহুল আমিন পারভেজ,জেলা প্রতিনিধি জয়পুরহাট
২ ই এপ্রিল (মঙ্গলবার) অপহরণকারী মোঃ নুর আলম হোসেন (২০), পিতা-মোঃ জহুরুর ইসলাম, সাং-বিষ্ণুপুর, থানা ও জেলা-জয়পুরহাট কে গ্রেফতার করা হয় এবং মোছাঃ খুকী পাপিয়া (১৩) পিতা-মোঃ আবু সুফিয়ান, সাং-বিষ্ণুপুর, থানা ও জেলা-জয়পুরহাট কে উদ্ধার করা হয় ।ঘটনা সূত্রে জানা যায়, মোছাঃ খুকী পাপিয়া (১৩) দক্ষিণ বিষ্ণুপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী। অপহরণকারী মোঃ নুর আলম হোসেন গত ০১-০৪-২০২৪ ইং সময় ৫ ঘটিকায় খুকীকে জয়পুরহাট জেলার সদর থানাধীন সৈয়দ আলীর মোড় এলাকা হতে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায় । পরবর্তীতে ভিকটিমের পরিবার অনেক খোজাখুজির পর খুকী পাপিয়া কে খুজে না পেয়ে ভিকটিমের বাবা খঞ্জনপুর এলাকায় র্যাবের টহল টিম কে দেখতে পেয়ে মেয়ে অপরহরণের বিষয়ে অভিযোগ করেন । অভিযোগের পর র্যাব-৫, সিপিসি-৩ এর একটি আভিযানিক দল অপহরনকারী নুর আলম কে গ্রেফতার এবং ভিকটিম খুকি পাপীয়া কে উদ্ধারের জন্য বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ০২-৪-২০২৪ ইং জয়পুরহাট জেলার পাঁচবিবি থানাধীন মালঞ্চা এলাকা হতে অপহরণকারী নুর আলম কে গ্রেফতার এবং ভিকটিম খুকী পাপিয়া কে উদ্ধার করতে সক্ষম হয় । পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীকে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে জয়পুরহাট জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে ।