1. admin@narijagrato.com : admin :
  2. emranhrony@outlook.com : News Editor : News Editor
বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫, ০৩:৫০ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তিঃ
"দৈনিক নারী জাগ্রত" পত্রিকাতে সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা সিভি পাঠিয়ে দিন ই-মেইলেঃ narijagrata@gmail.com অথবা সরাসরি যোগাযোগ করুন – 01998–712363 – 01799–919901
শিরোনামঃ

কবিতা : অনাহারী পথ শিশু

মাহমুদুল হাসান লিমন, জেলা প্রতিনিধি নরসিংদী
  • আপডেট সময় : বুধবার, ১৭ জানুয়ারী, ২০২৪
  • ১৬৫ বার পঠিত

কবিতা : অনাহারী পথ শিশু
লেখক : ঝুমাইয়া আফরোজ কবিতা

একটা কালো,বলতে গেলে

ধূষর পীত রঙের কালো সে মেয়েটা।

মাঝে মাঝে শরীর থেকে একটা মেটে গন্ধ বের হয়ে আসছে।
তার কালো বর্ণের মুখশ্রীতে,ভ্রমর কালো দুটি নেত্র।
কি পরিপক্ক,কি শুভ্র সে নেত্রদ্বয়।
তার নেত্রদ্বয়ে সমুদ্রের গভীরতা,সেকি অদৃশ্য মোহমায়া।
তার মনের সমস্ত আশা,আকাঙক্ষা ,দুঃখ,কষ্ট, দুটি নেত্রের করুণ দৃষ্টিভঙ্গিতে ভাসমান।
তার দুটি নেত্রের সঙ্গে আমার নেত্রদ্বয়ের সংযোগ হতেই,আমায় ভাসিয়ে নিয়ে গেল বেদনার অতল গহ্বরে।
মুহূর্তেই সবকিছু গুলিয়ে গেল আমার।
আমি স্তম্ভিত হয়ে যাই।
ওর কোমল দুটি হাতের স্পর্শে নিজের সত্ত্বায় ফিরে আসি, আমি।
মেয়েটি তার শুষ্ক দুটি ঠোঁট নাড়িয়ে নাড়িয়ে আমায় বলতে লাগল,”দুইডা ট্যাহা দিবাইন আফা,
আমি তিনদিন ধইরা কিচ্ছু খাইনি।”
ওর কথায়, আচঁমকা হৃদয়টা মোচড় দিয়ে উঠল।ভাবান্তর হল আমার।
ওর করুণ দৃষ্টিতে আমি দেখেছিলাম,
করুণ আকুতি, একটু ভালবাসা পাওয়ার মিনতি।
এক মুঠো অন্নই বুঝি তার চির আকাঙক্ষা।
মাটির সাথে তার বন্ধুত্ব,মাটিই হল তার বিছানা।
তার সমস্ত শরীর ধূলোয় লুটোয়।
পথের ধারে নেড়ে কুকুরটার সাথে তার বসবাস।
এক মুহূর্তের জন্য মনে হল, এরাও তো মানুষ, এদের ও আছে কিছু চাওয়া পাওয়া।
একটি কালো বর্নের মুখশ্রীতে, ভ্রমর কালো দুটি নেত্র, আজো ভেসে উঠে আমার নেত্রদ্বয়ে।
আজো ভুলতে পারি না তা

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরও খবর