Warning: Creating default object from empty value in /home/ifaz/narijagrato.com/wp-content/themes/Newsparfect/lib/ReduxCore/inc/class.redux_filesystem.php on line 29
কক্সবাজারে সামরাই খাল উদ্ধারে পরিবেশবাদী সংগঠনের মানববন্ধন ও বিশ্ব পানি দিবস পালিত কক্সবাজারে সামরাই খাল উদ্ধারে পরিবেশবাদী সংগঠনের মানববন্ধন ও বিশ্ব পানি দিবস পালিত – নারী জাগ্রত
  1. admin@narijagrato.com : admin :
  2. emranhrony@outlook.com : News Editor : News Editor
শুক্রবার, ০২ মে ২০২৫, ০৩:৫০ অপরাহ্ন
বিজ্ঞপ্তিঃ
"দৈনিক নারী জাগ্রত" পত্রিকাতে সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা সিভি পাঠিয়ে দিন ই-মেইলেঃ narijagrata@gmail.com অথবা সরাসরি যোগাযোগ করুন – 01998–712363 – 01799–919901
শিরোনামঃ

কক্সবাজারে সামরাই খাল উদ্ধারে পরিবেশবাদী সংগঠনের মানববন্ধন ও বিশ্ব পানি দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক 
  • আপডেট সময় : শনিবার, ২৩ মার্চ, ২০২৪
  • ১১৬ বার পঠিত

কক্সবাজারে সামরাই খাল উদ্ধারে পরিবেশবাদী সংগঠনের মানববন্ধন ও বিশ্ব পানি দিবস পালিত।

নিজস্ব প্রতিবেদক 

আজ ২২ মার্চ (শুক্রবার) বিশ্ব পানি দিবস। বিশ্বের অন্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি পালিত হয়ে আসছে। এ উপলক্ষে সরকারি ও বেসরকারিভাবে বিভিন্ন কর্মসূচি হাতে পালন করা হয়েছে। এছাড়া পরিবেশবাদী সংগঠনগুলো পানি দিবস নিয়ে বিভিন্ন কর্মসূচি ও সেমিনার করেছে ।এবারের পানি দিবসের প্রতিপাদ্য ‘ওয়াটার ফর পিস’ বা ‘শান্তির জন্য পানি’। জাতিসংঘের সাধারণ পরিষদে গৃহীত এক প্রস্তাব অনুযায়ী প্রতি বছর ২২ মার্চ ‘বিশ্ব পানি দিবস’।মূলত পানির গুরুত্বকে তুলে ধরতেই এই দিবস । এরই ধারাবাহিকতায় কক্সবাজারে ‘ওয়াটার ফর পিস’ বা ‘শান্তির জন্য পানি’ এ স্লোগানকে সামনে রেখে কক্সবাজারে পানি দিবস-২০২৪ উপলক্ষ্যে সুপেয় পানি ও পানি লবনাক্ততা দূরীকরণ দাবিতে মানববন্ধন ও আলোচনা সভা করেছে ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)’র নেতৃবৃন্দরা । ২২ মার্চ (শুক্রবার ) বিকাল ৪ ঘটিকায় কক্সবাজার পৌরসভার মল্লিক পাড়ার সামরাই খাল সংলগ্ন ধরিত্রী রক্ষায় আমরা(ধরা), ওটারকিপার্স বাংলাদেশ ও গ্রীন কক্সবাজার এর যৌথ উদ্যােগে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় । মানববন্ধন ও আলোচনা সভায় ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) কক্সবাজার জেলা শাখার আহবায়ক বীর মুক্তিযোদ্ধা ফজলুল কাদের চৌধুরী’ সভাপতিত্ব বক্তব্য রাখেন । আরো গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) এর যুগ্ন আহবায়ক এইচ এম ফরিদুল আলম শাহীন,বীর মুক্তিযোদ্ধা সমীরন পাল । যুগ্ন আহবায়ক তোহিদ বেলাল,ধরা,কক্সবাজার, কেন্দ্রীয় কৃষি বিষয়ক সম্পাদক এডভোকেট আবু হেনা মোস্তফা কামাল,বাংলাদেশ নদী পরিব্রাজক দল,বিশিষ্ট ব্যবসায়ী নুরুল আমিন,রাজেন্দ্র মল্লিক,আপন মল্লিক। এলাকা বাসীর পক্ষে বক্তব্য রাখেন জসিম উদ্দিন । আরো উপস্থিত ছিলেন যুগ্ন আহবায়ক মোহাম্মাদ আমিন উল্লাহ আমিন, ধরা,কক্সবাজার,শামশুল আলম শ্রাবণ, যুগ্ন সদস্য সচিব ধরা কক্সবাজার জেলা,সদর আহবায়ক মো: হাসান,সত্তার,মহিলা সদস্য ধরা,উম্মে আলেয়া সুলতানা মুক্তা,কক্সবাজার । এসময় বক্তারা বলেন,এই সামরাই খাল দখলের ফলে এখানে খাল হারিয়েছে তার চির চেনা রুপ । অবৈধভাবে পরিবেশবাদী নেতারা,জনপ্রতিনিধিরা,এবং স্থানীয় শত শত প্রভাবশালীরা সামরাই খাল দখল করে নানা ভাবে অবৈধ স্থাপনা নির্মাণ করে খাল ভরাট হয়েছে। ফলে এখানে দেখা দিয়েছে সুপেয় পানির সংকট । অনতিবিলম্বে এই খাল খনন করে পরিকল্পিত ভাবে এখানে পানির ব্যবস্থা করার জোড় দাবী জানানো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট । এবং এই মানববন্ধনে এলাকাবাসীর একত্বতা ঘোষনা স্বতঃস্ফূর্ত ভাবে মানববন্ধনে যোগ দেয়ায় ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) কক্সবাজার জেলা শাখার আহবায়ক বীর মুক্তিযোদ্ধা ফজলুল কাদের চৌধুরী’ সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন ও পরিশেষে স্থানীয়দের মাঝে ইফতার বিতরণ করেন।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরও খবর