1. admin@narijagrato.com : admin :
  2. emranhrony@outlook.com : News Editor : News Editor
শনিবার, ০৪ অক্টোবর ২০২৫, ০৩:১৯ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তিঃ
"দৈনিক নারী জাগ্রত" পত্রিকাতে সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা সিভি পাঠিয়ে দিন ই-মেইলেঃ narijagrata@gmail.com অথবা সরাসরি যোগাযোগ করুন – 01998–712363 – 01799–919901
শিরোনামঃ

পোরশায় পাঁচ ডাকাত সদস্য আটক

নাহিদ, পোরশা(নওগাঁ)প্রতিনিধি
  • আপডেট সময় : শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩
  • ১৬৪ বার পঠিত

নওগাঁর পোরশায় রাস্তায় ককটেল ফাটিয়ে ডাকাতী করার অভিযোগে পাঁচ ডাকাত সদস্যকে আটক করেছে থানা পুলিশ। এরা হলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার রানিবাড়ি(পত্তনডাংগা) গ্রামের মৃত মাহাতাব আলীর ছেলে সায়েদ আলী(২৬), গোমস্তাপুর উপজেলার দুবইল(ঘোলাদিঘি) গ্রামের আজিবুর আলীর ছেলে তাজেল আলী (২১), শিবগঞ্জ উপজেলার বালিয়াদিঘি গ্রামের মৃত আস্তমিয়ার ছেলে সাইফুল ইসলাম মোক্তার আলী ওরফে মোক্তা(২৬), গোমস্তাপুর উপজেলার সুখানদিঘি(কান্দুপাড়া) গ্রামের আফসার আলীর ছেলে জহুরুল ইসলাম(৪৮) ও শিবগঞ্জ উপজেলার কৃষ্ণচন্দ্রপুর গ্রামের ইসরাইল আলীর ছেলে হাসান আলী(২০)। জানাগেছে, বুধবার দিবাগত রাতে সরাইগাছি-আড্ডা রোডের মোশানতলা নামক স্থানে ১২-১৫জনের একটি ডাকাতদল সাপাহার থেকে আসা একটি ট্রাক ডাকাতী করছিল। এসময় ডাকাত সদস্যরা ককটেল ফাটিয়ে রোডে আতংক সৃষ্টি করে এবং এতে ট্রাকের দুইজন ব্যক্তি আহত হয়। আহতরা সেদিন রাতেই সাপাহার স্বাস্থ্যকমপ্লেক্্ের ভর্তি হয়েছে বলে জানানগেছে। তবে ওই সময় ট্রাকে থাকা লোকজনের চিৎকারে পাশের গ্রাম থেকে তেতুলিয়া ইউপি চেয়ারম্যান ফজলুল হক শাহ্্ এর নির্দেশে প্যানেল চেয়ারম্যান শহিদুল ইসলামের নেতৃত্বে স্থানীয় লোকজন এসে ডাকাতদের ধাওয়া করে। ফলে ডাকাত সদস্যরা পালিয়ে যায়। একই সময় ডাকাত দলের একজন সদস্যকে ভ্যান সহ তারা আটক করে পুলিশে সোপর্দ করেন। আটককৃতের দেওয়া তথ্য মতে বৃহস্পতিবার ভোরে পোরশা থানা পুলিশ চাপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর এলাকা থেকে ডাকাত সদস্যদের আটক করেন। এব্যাপারে থানায় মামলা হয়েছে। আটককৃতদের শুক্রবার জেল হাজতে প্রেরণ করা হয়েছে এবং অপর ডাকাত সদস্যদের আটকের চেষ্ঠা চলছে বলে থানা অফিসার ইনচার্জ জহুরুল ইসলাম নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরও খবর