মঙ্গলবার (০৫ ডিসেম্বর) সকালে ১১টায় হবিগন্জ শহরতলীর গোপায়া ইউনিয়ন কমপ্লেক্সের হল রুমে সদর উপজেলার গোপায়া ইউনিয়নের তৃনমুল পর্যায়ের জনগণের মধ্যে আইনগত সহায়তা কার্যক্রম বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সচেতনতামূলক সভা আয়োজন করা হয়।
উক্ত সভার প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ বেগম সম্পা জাহান।
ইউপি -সচিব স্বপ্না রাণী রায়ের পরিচালনায় সভার সভাপতিত্ব করেন জনাব শেখ আব্দুল আহাদ প্যানেল চেয়ারম্যান ৫নং গোপায়া ইউনিয়ন পরিষদ।
এতে বক্তব্য রাখেন ওয়ার্ড মেম্বার আহাম্মদ আলী, কবি ও মেম্বার সর্দার আবু ছায়েদ,মোঃ তাজুল ইসলাম, মোঃ আবদুল হক,মহিলা মেম্বার শাহেনা খাতুন প্রমূখ।
এসময় প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দ এবং ইউনিয়ন লিগ্যাল এইড কমিটির সদস্যবৃন্দ, স্থানীয় বিচারপ্রার্থী জনগণ উপস্থিত ছিলেন।
সভার পূ্র্বে জেলা লিগ্যাল এইড অফিসার বেগম সম্পা জাহান মহোদয় কে প্যনেল চেয়ারম্যান শেখ আহাদের নেতৃত্বে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
সভায় জনগণের সেবা এবং কিভাবে ন্যায় বিচার প্রতিষ্টিত হয় এবিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন প্রধান অতিথি।
এছাড়া এলাকার দুষ্কৃতকারী মামলাবাজ মিথ্যা মামলা করে হয়রানি করে জনগনের ক্ষতি করে এমন লোকদের বিরুদ্ধে কঠিন ব্যবস্হা নেওয়া হবে মর্মে তিনি তার বক্তব্য বলেন।