Warning: Creating default object from empty value in /home/ifaz/narijagrato.com/wp-content/themes/Newsparfect/lib/ReduxCore/inc/class.redux_filesystem.php on line 29
ডাক্তার আর রোগী ডাক্তার আর রোগী – নারী জাগ্রত
  1. admin@narijagrato.com : admin :
  2. emranhrony@outlook.com : News Editor : News Editor
বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ০৬:১৬ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তিঃ
"দৈনিক নারী জাগ্রত" পত্রিকাতে সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা সিভি পাঠিয়ে দিন ই-মেইলেঃ narijagrata@gmail.com অথবা সরাসরি যোগাযোগ করুন – 01998–712363 – 01799–919901
শিরোনামঃ

ডাক্তার আর রোগী

রহিমা আক্তার, জেলা প্রতিনিধি কিশোরগন্জ
  • আপডেট সময় : সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩
  • ১১৫ বার পঠিত

ডাক্তার আর রোগী
রহিমা আক্তার, জেলা প্রতিনিধি কিশোরগন্জ

এক ডাক্তার রাস্তার মোরে সাইনবোর্ড টানালেন। রোগ নিরাময় না হলে ভিজিটতো ফেরত দেবোই, সাথে যতো বিজিট ঠিক ততই জরিমানা দেবো। ডাক্তার তার ভিজিট ঠিক করলেন পাঁচশত টাকা।
এক লোক সাইনবোর্ড পড়ে মনে মনে ফন্দি আাঁটেন ঐ ডাক্তার এর কাছ থেকে কিভাবে জরিমানা হাতিয়ে নেয়া যায় ? তো উনি আজ রোগী সেজে ডাক্তারের কাছে হাজির।
রোগী, ডাক্তার সাহেব আমিতো হঠাৎ অসুস্থ হয়ে পরেছি।
ডাক্তার, ঠিক আছে বলুন কি সমস্যা আপনার?
রোগী, আমি যাই খাই জিহবায় কোন স্বাদ বুঝতে পারি না।

ডাক্তার তার সহযোগীকে ডেকে বলেন, নীল উনাকে দু, ফোটা ঔষধ খাইয়ে দিন। নীল ডাক্তারের কথামতো দু,ফোঁটা ঔষধ খাইয়ে দিলেন।
রোগী, ডাক্তার সাহেব আপনিতো আমায় পট্রোল খাইয়ে দিলেন, আমার জিহবা জ্বলে যাচ্ছে।
ডাক্তার, এইতো আপনি স্বাদ বুঝতে পেরেছেন। এবার আমার ভিজিট দিয়ে দয়া করে বিদায় নিন।
রোগী মনে মনে ভাবলো ঠকাতে এসে আমি নিজেই ঠকে গেলাম , ঠিক আছে আমি আবার আসবো।
পরেবার রোগী ডাক্তারের কাছে আসাতে।
ডাক্তার, কি, কেমন আছেন? আবার কি সমস্যা হলো আপনার ?
রোগী, আবার একটা সমস্যা হয়েছে। আমার কোন কিছু মনে থাকে না, মনে হয় স্বরনশক্তি লোপ পেয়েছে আমার।
ডাক্তার, পুর্বের ন্যায় সহযোগীকে বললেন দু,ফোঁটা ঔষধ উনাকে খাইয়ে দিন।
রোগী, দু ফোঁটা ঔষধ মুখে নিয়ে চিৎকার করতে লাগলেন, ডাক্তার সাহেব কি খাওয়ালেন এটা ঐ তিনমাস আগেও দিয়েছিলেন। আবার দিলেন আমার জিহবা জ্বলে যাচ্ছে।
ডাক্তার, আপনার স্মরণশক্তি ফিরে এসেছে। আমার ভিজিট দিয়ে আপনি এবার আসতে পারেন।
রোগী মনে মনে এবার চিন্তা করলো আবার ও আমি নিজেই ঠকে গেলাম, ঠিক আছে আমি আবার আসবো ডাক্তার। তোমার কাছ থেকে সব টাকা আমি সুদে, আসলে ফেরৎ নিয়ে নিবো।
তৃতীয়বার ঐ রোগী আবার আসলেন ঐ ডাক্তারের কাছে।
ডাক্তার, আপনি আবার! আজ আবার কি সমস্যা হলো ?
রোগী, আমি কিছু দিন যাবত চোখে দেখতে পাচ্ছি না। আমাকে ঔষধ দিন।
ডাক্তার, পুর্বের ন্যায় নীল উনাকে দু,ফোটা ঔষধ খাইয়ে দিন।
রোগী, যদি কাজ না হয় ঔষধে তাহলে কিন্তু আমায় ভিজিটতো ফেরত দেবেনই সাথে কিন্তু আরও পাঁচশত ফেরত দেবেন।
ডাক্তার, হুম যা বলেছি তাই হবে। আমার কথার কোন বরখেলাপ হবে না।
রোগী, ঠিক আছে ঔষধ দিন। এবার রোগী ঔষধ খেয়ে চুপ করে আছেন।
ডাক্তার, কি ব্যাপার আপনি কোন কথা বলছেন না যে।
রোগী, কি বলবো ডাক্তার সাহেব আমিতো কিছুই দেখতে পাচ্ছি না।
ডাক্তার, ঠিক আছে আপনি আপনার বিজিট জরিমানাসহ ফেরত পাবেন।
এই বলে ডাক্তার সহযোগীকে বললেন উনার টাকা জরিমানাসহ ফেরত দিয়ে দিন। আর হাতে ইশারা করে বললেন পাঁচশত টাকা দিতে।
রোগী টাকাটা হাতে নিতেই বললেন ডাক্তার সাহেব আপনার তো একহাজার দেয়ার কথা কিন্তু আপনি এখানে পাঁচশত দিলেন যে।
ডাক্তার,( মুচকি হেসে) এইতো আপনি দেখতে পাচ্ছেন। এবার আমার ভিজিট দিয়ে দয়া করে বিদায় নিতে পারেন।
এবার রোগী মুখখানা কালো করে, মনে মনে ভাবলেন, ইস কেন যে আমি এই ফন্দি এঁটেছিলাম। ডাক্তারকে ঠকাতে এসে পদে পদে নিজেই ঠকে গেলাম। শুধু শুধু আমার এত্তোগুলো টাকা গচ্চা গেলো। যাক কিছুই করার নেই, আর জীবনে কাউকে এভাবে ঠকাতে যাবো না।

সত্যি বলতে কি কাউকে ঠকাতে গেলে নিজেই ঠকে আসতে হয়। শুধু আমরা বুঝতে পারি না।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরও খবর