1. admin@narijagrato.com : admin :
  2. emranhrony@outlook.com : News Editor : News Editor
শনিবার, ০৪ অক্টোবর ২০২৫, ০৮:৪৪ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তিঃ
"দৈনিক নারী জাগ্রত" পত্রিকাতে সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা সিভি পাঠিয়ে দিন ই-মেইলেঃ narijagrata@gmail.com অথবা সরাসরি যোগাযোগ করুন – 01998–712363 – 01799–919901
শিরোনামঃ

গান গেয়ে সংসার চলে দৃষ্টি প্রতিবন্ধী শাকিল বাউল

মহসিন রেজা, নওগাঁ জেলা  প্রতিনিধি
  • আপডেট সময় : সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩
  • ১৭০ বার পঠিত

গান গেয়ে সংসার চলে দৃষ্টি প্রতিবন্ধী শাকিল বাউল।

মোঃ মহসিন রেজা, নওগাঁ জেলা  প্রতিনিধি

দৃষ্টি প্রতিবন্ধী হয়েও শাকিল ভিক্ষাবৃত্তি না করে জীবনের সঙ্গে যুদ্ধ করে শহরের বিভিন্ন এলাকায় গান গেয়ে জীবিকা নির্বাহ করেন তিনি। এলাকার মানুষ তার গান শুনে মুগ্ধ হয়ে কেউ ২ টাকা, কেউ ৫ টাকা কেউবা ১০ টাকা দিচ্ছেন অতি আনন্দে।

এক স্থানে প্রায় ঘন্টা খানেক গান শোনান সঙ্গীত প্রেমীদের । এখন তার নেশা এবং পেশাই হচ্ছে একমাত্র গান। জন্মের পর থেকে অন্ধ হলেও ভিক্ষাবৃত্তি পেশাকে বেছে নেননি শাকিল বাউল । তিনি জানান, জন্মের পর থেকে তিনি অন্ধ। বর্তমানে বদনা বাজিয়ে তিনি জীবিকা নির্বাহ করেন। অনেকে ভিক্ষাবৃত্তি পেশা নিতে বলেছেন, তবে সেটি নিতে তিনি ইচ্ছুক নন। শাকিল জানান, তার বাড়িতে দুটো পুত্র সন্তান এক কন্যা সন্তান রয়েছে।

অভাবের সংসারের দায়িত্ব তার ঘাড়ে। বগুড়া জেলা , রাজশাহী সহ নওগাঁ জেলা বিভিন্ন হাট-বাজারে বদনা বাজিয়ে গান শুনিয়ে চলে তার সংসার। উপজেলার শিবগঞ্জ ইউনিয়নের শিবগঞ্জ গ্রামে তিন শতক জমির উপর তার বাড়ি।

শাকিল এর ইচ্ছা তার দু পুত্র সন্তান ও এক কন্যা সন্তান পড়ালেখা শিখিয়ে মানুষ বানাবে। ১কন্যা সন্তান পাত্রস্থ করবে সুপাত্রের হাতে। এছাড়াও নিজের স্ত্রী’র বেশ কিছু স্বপ্ন পূরণ করতে পারেননি অভাবের তাড়নায়। সেগুলো বাস্তবায়ন করার ইচ্ছাও রয়েছে তার।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরও খবর