চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় অটোরিকশার ৩ যাত্রী নিহত।
আজিজুর রহমান আজিজ,হবিগঞ্জ জেলা প্রতিনিধি।
হবিগঞ্জের চুনারুঘাট পিকআপ ভ্যান ও অটোরিকশায় মুখোমুখি সংঘর্ষে ব্যাটারিচালিত অটোরিকশার ৩ যাত্রী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) দুপুর ১২ -৩০ দিকে শায়েস্তাগঞ্জ চুনারুঘাট রোডে চাঁনভাঙ্গা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন চুনারুঘাট , উপজেলার দুর্গাপুর গ্রামের ফারুক মিয়ার ছেলে তানিম (২৫), রামশ্রী গ্রামের তামান্না আক্তার (২০) ও হবিগঞ্জ শহরের উমেদনগরের ছমেদ আলীর স্ত্রী সুফিয়া খাতুন (৪৫)।
স্থানীয়রা জানান, কয়েকজন যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা শায়েস্তাগঞ্জ গোলচত্বর থেকে চুনারুঘাটের দিয়ে যাচ্ছিলেন। গাড়িটি চানভাঙ্গা এলাকায় পৌঁছালে একটি পিকআপভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এতে তিন যাত্রী নিহত হয়েছেন।
আধুনিক সদর হাসপাতালের মেডিকেল কর্মকর্তা ডা. সৌরভ বিশ্বাস জানান, তানিম ও তামান্নাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। পরে চিকিৎসাধীন অবস্থায় সুফিয়া খাতুন মারা যান।
চুনারুঘাট-মাধবপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার নির্মলেন্দু চক্রবর্তী জানান, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করেছে পুলিশ। মরদেহ হাসপাতালে রাখা হয়েছে।