নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ বাজারে দেশের অন্যতম বৃহৎ ব্যাংকিং প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর এজেন্ট ব্যাংকিং শাখার নিচে এটিএম বুথ উদ্বোধন করা হয়েছে। ইনাতগঞ্জ পূর্ব বাজার আরমান কমপ্লেক্স এর (২য় তলায়) মাহা ট্রেড সেন্টারে আজ ২৫ ডিসেম্বর সোমবার সকাল ১১ টায় উদ্বোধন করা হয়।গ্রাহকদের সার্বক্ষণিক সেবা প্রদানের লক্ষ্যে সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেড এর এজেন্ট ব্যাংকিং এর নিচে সম্প্রতি একটি এটিএম বুথের উদ্বোধন করা হয়েছে।এ উপলক্ষে ইনাতগঞ্জ এটিএম বুথ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক ব্যাংলাদেশ পিএলসির সম্মানিত ফার্স্ট এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট এন্ড হেড অব ব্রাঞ্চ নবীগঞ্জ শাখার শ্রদ্ধেয় মো: নাসির উদ্দিন স্যার, উক্ত শাখার ম্যানেজার অপারেশন, ইনভেস্টমেন্ট ইনচার্জ, এনায়েতগঞ্জ এজেন্ট আউটলেটের স্বত্বাধিকারী নাজমুল হোসেন ও এজেন্ট ইনচার্জ মো আলতাফ হোসেন এলাকার রাজনৈতিক, সামাজিক ব্যক্তিবর্গ ও ব্যবসায়ীরা এ সময় উপস্থিত ছিলেন ।