1. admin@narijagrato.com : admin :
  2. emranhrony@outlook.com : News Editor : News Editor
শনিবার, ০৪ অক্টোবর ২০২৫, ০১:১৮ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তিঃ
"দৈনিক নারী জাগ্রত" পত্রিকাতে সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা সিভি পাঠিয়ে দিন ই-মেইলেঃ narijagrata@gmail.com অথবা সরাসরি যোগাযোগ করুন – 01998–712363 – 01799–919901
শিরোনামঃ

ইকো এর উদ্যোগে প্রশিক্ষনার্থীদের মাঝে সনদ পত্র বিতরণ

বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় : রবিবার, ১৪ জানুয়ারী, ২০২৪
  • ২১৬ বার পঠিত

ইকো এর উদ্যোগে প্রশিক্ষনার্থীদের মাঝে সনদ পত্র বিতরণ

বিশেষ প্রতিনিধি

আমেরিকা ভিত্তিক দাতা সংস্থা ইকো এর অর্থায়নে ৯০ জন দরিদ্র প্রশিক্ষনার্থীদের মাঝে প্রশিক্ষণ শেষে সনদ পত্র বিতরণ অনুষ্ঠান (১৩ জানুয়ারী) শনিবার সকাল ১১.০০ ঘটিকায় অনুষ্ঠিত হয়। উক্ত প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ গণ আজাদী লীগের চেয়ারম্যান ও আমানের উপদেষ্টা মুহাম্মাদ আতা উল্লাহ খান গ্রাজুয়েটদের মাঝে সনদ পত্র বিতরণ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ জাকির হোসেন, উপদেষ্টা, সিডিসি, ড. মুহাম্মদ আবু ইউসুফ, সেক্রেটারী জেনারেল, আমান, এছাড়াও এলাকার গন্য মান্য ব্যক্তিগন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ইকো প্রশিক্ষণার্থীদের বিনামূল্যে তিন মাসের স্কীল ডেভলপমেন্ট ট্রেইনিং প্রদান করা হয়। এই ট্রেইনিং এর মাঝে রয়েছে সুইং মেশিন অপারেসন, কেয়ার গিভিং ও ড্রাইভিং।
প্রধান অতিথি প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বলেন, মানব সেবাই হচ্ছে শ্রেষ্ট ধর্ম। মানুষের চেয়ে বড় কিছু নাই নহে কিছু মহীয়ান, আজ যারা এখান থেকে প্রশিক্ষণ পেলেন তাদের করণীয় হবে আশে-পাশের মানুষকে এই প্রশিক্ষনের কথা জানিয়ে তার উপকার কারা। ড্রাইভিং প্রশিক্ষনার্থী মোঃ নোমান বলেন, আমি একজন বেকার মানুষ ছিলাম, পরে জানতে পারলাম ইকো এর অর্থায়নে এখানে ফ্রী ড্রাইভিং শেখানো হচ্ছে। পরে আমি যোগাযোগ করে এখান থেকে তিন মাসের ড্রাইভিং ট্রেইনিং নিয়ে এখন একজন ডাক্তারের গাড়ি চালাচ্ছি। সেখানে আমি ১৮,০০০/- টাকা বেতন পাই। ইকো ও আমান-কে অনেক অনেক ধন্যবাদ জানাই।
সুইং মেশিন অপারেশন প্রশিক্ষনার্থী তামান্না বলেন, আমি ইকো এস এম ও প্রশিক্ষণ নিয়ে এখন ১২,০০০/- বেতনে ফোর ব্রাদার্স গার্মেন্টসে চাকরি করছি। ইকো ও আমান দীর্ঘদিন যাবৎ গরিব-দুঃখী, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষদের নিয়ে কাজ করছে। এরই ধারাবাহিকতায় এরূপ কার্যক্রম চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরও খবর