1. admin@narijagrato.com : admin :
  2. emranhrony@outlook.com : News Editor : News Editor
বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫, ০৮:০২ অপরাহ্ন
বিজ্ঞপ্তিঃ
"দৈনিক নারী জাগ্রত" পত্রিকাতে সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা সিভি পাঠিয়ে দিন ই-মেইলেঃ narijagrata@gmail.com অথবা সরাসরি যোগাযোগ করুন – 01998–712363 – 01799–919901
শিরোনামঃ

রাজশাহীর বাগমারায় অবৈধ ইটভাটায় ভ্রাম্যমান আদালতের অভিযান

মোঃ মিঠু সরকার, রাজশাহী জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৫৪ বার পঠিত

মোঃ মিঠু সরকার, রাজশাহী জেলা প্রতিনিধি

রাজশাহীর বাগমারা উপজেলায় অবৈধ ভাবে গড়ে উঠা সাতটি ইট ভাটায় অভিযান পরিচালনা করা হয়েছে। বুধবার (১৪ ফেব্রুয়ারি) উপজেলা প্রশাসন ও জেলা পরিবেশ অধিদপ্তর কর্তৃক ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন ২০১৩ সংশোধিত (২০০৯) আইনের (৬ ধারা) লঘ্ননের দায়ে মোবাইল কোট পরিচালনা করে অবৈধ ইট ভাটা গুঁড়িয়ে দেওয়া হয়েছে।ভ্রাম্যমান আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করেন বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ উজ্জ্বল হোসেন। দুপুরে বাগমারা থানা পুলিশ ও স্থানীয় ফায়ার সার্ভিসের সহযোগিতায় উপজেলার শুভডাঙ্গা ও নরদাশ ইউনিয়নের অবৈধ ড্রাম চিন্নি ইট ভাটা বন্ধে অভিযান চালানো হয়েছে।উপজেলার বিগোপাড়া ও শালমারায় অবস্থিত মেসার্স এস.এম.এ. ওয়ান এর দুইটি , মেসার্স এম.এন.এস, মেসার্স এম.কে.এস, মাদিলা এলাকায় অবস্থিত মেসার্স কে.জে.এ. রুহিয়া এলাকায় অবস্থিত মেসার্স এম.এস.কে.বি.ভাটাসহ মোট ৭টি ইট ভাটা গুড়িয়ে দেওয়া হয়েছে।এছাড়াও ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মালিককে না পাওয়ায় ৩ জনকে আটক করেন বাগমারা উপজেলা নির্বাহী অফিসার । এসব অবৈধ ভাবে গড়ে উঠা ইট ভাটা পানি দিয়ে আগুন নিভে দেয়া হয়। এছাড়া ড্রাম চিমনী ভেঙ্গে ফেলা হয়।এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ উজ্জল হোসেন বলেন, অবৈধ ভাবে গড়ে উঠা ইট ভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। এসময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর রাজশাহীর ইন্সপেক্টর নীল রতন সরকার, পুলিশের গোয়েন্দা সাব ইন্সপেক্টর আঃ রউফ ও মাসুদ (ডিএসবি) সদস্য, থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসের টিম।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরও খবর