1. admin@narijagrato.com : admin :
  2. emranhrony@outlook.com : News Editor : News Editor
শনিবার, ০৯ অগাস্ট ২০২৫, ০৭:৩৩ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তিঃ
"দৈনিক নারী জাগ্রত" পত্রিকাতে সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা সিভি পাঠিয়ে দিন ই-মেইলেঃ narijagrata@gmail.com অথবা সরাসরি যোগাযোগ করুন – 01998–712363 – 01799–919901
শিরোনামঃ

বেনাপোল মোটরসাইকেলের সিটের নিচ থেকে মিললো স্বর্ণের বার টাকা

মোঃ আব্দুল্লাহ, বেনাপোল প্রতিনিধি
  • আপডেট সময় : সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩
  • ১৩৯ বার পঠিত

বেনাপোল মোটরসাইকেলের সিটের নিচ থেকে মিললো স্বর্ণের বার টাকা। 
সোমবার (৩০ অক্টোবর) বিকালে যশোর জেলার বেনাপোল পোর্ট থানাধীন আমড়াখালী চেকপোস্টের সামনে হতে মোটরসাইকেল তল্লাশি করে ০.২৩৪ কেজি ওজনের ০২ টি স্বর্ণের বার ও বাংলাদেশী নগদ ১২,৫৫,০০০/- টাকা এবং মোটরসাইকেলসহ ০১ জন আসামী আটক করা হয়।

আটক যুবক মো. ইয়ামিন হোসেন (২৫), বেনাপোল পৌরসভার দুর্গাপুর গ্রামের বাদশাহ মিয়ার পুত্র।

যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল আহমেদ হাসান জামিল জানান, স্বর্ণ, মাদক, ডলার, রুপি, হুন্ডি ও চোরাচালান মালামাল আটকের নিমিত্তে আমড়াখালী চেকপোস্টে প্রতিনিয়ত বিশেষ তল্লাশি অভিযান পরিচালনা করা হয়।

এরই অংশ হিসেবে ৩০ অক্টোবর ২০২৩ তারিখ আনুমানিক ১৬০০ ঘটিকায় যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর আমড়াখালি চেকপোষ্টের বিজিবি সদস্য কর্তৃক নিয়মিত গাড়ি তল্লাশীর অংশ হিসেবে একজন মোটরসাইকেল আরোহীকে তল্লাশির সময়, উক্ত লোকের আচরণ সন্দেহজনক মনে হলে, বিজিবি সদস্য কর্তৃক উক্ত লোক এবং তার ব্যবহৃত মোটরসাইকেল বিস্তারিতভাবে তল্লাশি করা হয়।

পরবর্তীতে তল্লাশীর এক পর্যায়ে উক্ত ব্যাক্তির মোটরসাইকেলের সিটের ভিতরে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ০২ টি স্বর্ণের বার, ০২ টি মোবাইল এবং বাংলাদেশী ১২,৫৫,০০০/- টাকা উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত স্বর্ণের বার ০২ টি’র সর্বমোট ওজন ০.২৩৪ গ্রাম এবং যার বর্তমান মূল্য ২৩,৪০,০০০/- (তেইশ লক্ষ চল্লিশ হাজার) টাকা। উদ্ধারকৃত স্বর্ণের বার, বাংলাদেশী নগদ টাকা, মোবাইল এবং মোটরসাইকেলসহ সর্বমোট সিজার মূল্য ৩৭,১৬,০০০/- (সাঁয়ত্রিশ লক্ষ ষোল হাজার) টাকা।

আসামীসহ আটককৃত স্বর্ণ, বাংলাদেশী নগদ টাকা ও মোটরসাইকেল মামলা দায়ের এর মাধ্যমে মোটরসাইকেলসহ আসামীকে বেনাপোল পোর্ট থানায় এবং স্বর্ণ ও বাংলাদেশী নগদ টাকা ট্রেজারীতে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরও খবর