কেন্দ্রীয় স্মৃতিসৌধে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের উদ্যোগে পুস্পস্তবক অর্পণ
বিজয় সাহা,মৌলভীবাজার জেলা প্রতিনিধি
মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৪ইং যতাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে কেন্দ্রীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করা হয়েছে আজ ২৬ মার্চ সকালে । ৫৬ হাজার বর্গমাইলের বাংলাদেশ- ১৯৭১ সালের এই দিনে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর দৃঢ় নেতৃত্বে ও উদাত্ত আহবানে সাড়া দিয়ে মুক্তির সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল এ দেশের আবালবৃদ্ধবনিতা, ছিনিয়ে এনেছিল স্বাধীনতার লাল সূর্য । যাদের ত্যাগ,তিতিক্ষা ও আত্ননিবেদনে অর্জন করেছি হাজার বছরের স্বপ্নের স্বাধীনতা। এ মাহেন্দ্রক্ষণে বিনম্র চিত্তে তাদের স্বরণ করতে সকালে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক মো: মশাহিদ আহমদ-এর নেতৃত্বে মৌলভীবাজার কেন্দ্রীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করা হয় । এ সময় উপস্থিত ছিলেন- মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব এর সহ-সভাপতি এড স্বপন কুমার দেব (আমাদের নতুন সময়/ দৈনিক আওয়ার টাইম), সহ-সভাপতি- জোসেপ আলী চৌধুরী (দৈনিক নয়া বঙ্গবাজার), সহ-সভাপতি- অঞ্জন প্রসাদ রায় চৌধুরী (দৈনিক রুপবানী), অর্থ সম্পাদক- আব্দুল মুকিত ইমরাজ (জনতার দলিল), চিনু রঞ্জন তালুকদার, (দৈনিক গণমুক্তি), জাহেদুল ইসলাম পাপ্পু, (কুলাউড়ার ডাক), বিজয় সাহা (দৈনিক আজকালের সংবাদ), প্রবাসী অধিকার বাংলাদেশ ফোরাম মৌলভীবাজার এর সভাপতি তাওহিদ ইসলাম, এসএম ফাউন্ডেশন এর পরিচালক তোফাজ্জল হোসেন, সামাজিক ব্যক্তিত্ব এম.আকলু চৌধুরী প্রমুখ ।