1. admin@narijagrato.com : admin :
  2. emranhrony@outlook.com : News Editor : News Editor
শনিবার, ০৯ অগাস্ট ২০২৫, ০৭:২৬ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তিঃ
"দৈনিক নারী জাগ্রত" পত্রিকাতে সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা সিভি পাঠিয়ে দিন ই-মেইলেঃ narijagrata@gmail.com অথবা সরাসরি যোগাযোগ করুন – 01998–712363 – 01799–919901
শিরোনামঃ

উপজেলা নির্বাচন: বেলকুচিতে তপ্ত রোদেও থেমে নেই প্রচার

শরিফুল ইসলাম, জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
  • আপডেট সময় : শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪
  • ৮৪ বার পঠিত

উপজেলা নির্বাচন বেলকুচিতে তপ্ত রোদেও থেমে নেই প্রচার

শরীফুল ইসলাম, জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ 

আসন্ন সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা পরিষদে ১ম ধাপে ৮ মে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে । এরই মধ্যে প্রতীক নিয়ে হাটে-ঘাটে-মাঠে জমজমাট প্রচারে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীসহ তাদের সমর্থকরা । বৈশাখের তপ্তরোদও যেন তাদেরকে থামাতে পারছে না। প্রার্থীসহ তাদের সমর্থকরা প্রতিদিনই কোথাও না কোথাও চালিয়ে যাচ্ছেন তাদের প্রচার। বিশেষত বিকালের রোদ পড়ার পর থেকে ভোটারদের দুয়ারে দুয়ারে বেশি যাচ্ছেন প্রার্থীরা । প্রার্থী ও সমর্থকরা বলছেন, গরম তো আছেই। সামনে গরম আরও বাড়বে । গরমের কথা চিন্তা করে বসে থাকলে প্রচার হবে না । আবার কেউ কেউ বলছেন, এখন বরং গরমের কারণে মানুষ বাড়িঘরে থাকছে। ফলে দিনে-দুপুরে প্রচারে বেরিয়ে সবাইকে বাড়িতে পাওয়া যাচ্ছে। এ কারণে কষ্ট হলেও তারা প্রচার চালিয়ে যাচ্ছেন । প্রার্থীরা ভোটারদের দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। অনেক প্রার্থী আবার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করতে সুযোগ চাইছেন আবারও । তবে ভোটাররা বলছেন, যারা শিক্ষাদীক্ষা, মাঠঘাট, ন্যায়বিচার প্রতিষ্ঠা ও উন্নয়ন কাজ করবেন তাদেরকেই ভোট দেবেন তারা । এবারের নির্বাচনে বেলকুচি উপজেলা পরিষদের নির্বাচনে, উপজেলা চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জনসহ মোট ৮ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন । প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের মধ্যে বরাদ্ধকৃত প্রতীকের মধ্যে রয়েছে উপজেলা চেয়ারম্যান পদে ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম (দোয়াত- কলম), বদিউজ্জামান ফকির (মটরসাইকেল), মীর সেরাজুল (আনারস) । উপজেলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান, ইউসুফ আলী শেখ (উড়োজাহাজ), এস এম ফারুক সরকার (টিয়া পাখি), আব্দুল আলীম (মাইক) এবং উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান, রত্না বেগম (ফুটবল), রাজিয়া সুলতানা মিলন (প্রজাপতি)।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরও খবর