মোঃ ফিরু মিয়া, মিঠাপুকুর উপজেলা প্রতিনিধি।
রংপুরের মিঠাপুকুর উপজেলার খোদ্দ শান্তিপুর পূর্বপাড়া মাননীয় এমপির নানার দেয়া জমিতে নানা মরহুম গিয়াস উদ্দিন ফকির এর মাজারের পাশে মসজিদ কমিটির আয়োজনে ভিত্তিপ্রস্তর স্থাপনের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। (৩০ মে) বৃহস্পতিবার বিকেলে খোদ্দ শান্তিপুর নানার দেয়া জমিতে দ্বিতল মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন, জননেতা জাকির হোসেন সরকার মাননীয় সংসদ সদস্য ২৩-রংপুর, ৫-মিঠাপুকুর ও সম্মানিত সদস্য কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি সদ্য নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান আস্তাভাজন ও জনপ্রিয় জননেতা কামরুজ্জামান কামরু, এ সময় আরো উপস্থিত ১৪ নং সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইদুর রহমান তালুকদার, ও স্থানীয় সুধীজনসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে এবং অত্র মসজিদের উন্নয়নের জন্য দোয়া, মোনাজাত করা হয়। এ সময় এমপি জাকির হোসেন সরকার মসজিদের কাজের জন্য ৬ লাখ টাকা বরাদ্দের ঘোষণা দেন এবং পরবর্তীতে মসজিদের উন্নয়নের জন্য যা যা করা দরকার তাই করবেন বলে এলাকাবাসীকে আশ্বাস দেন।সেই সাথে অত্র এলাকার রাস্তাঘাটের উন্নয়ন করবেন বলে তিনি আশ্বাস দেন।