1. admin@narijagrato.com : admin :
  2. emranhrony@outlook.com : News Editor : News Editor
শনিবার, ০৪ অক্টোবর ২০২৫, ০৩:১৭ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তিঃ
"দৈনিক নারী জাগ্রত" পত্রিকাতে সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা সিভি পাঠিয়ে দিন ই-মেইলেঃ narijagrata@gmail.com অথবা সরাসরি যোগাযোগ করুন – 01998–712363 – 01799–919901
শিরোনামঃ

সিরাজগঞ্জ র‍্যার–৪ এর যৌথ অভিযানে সুমাইয়া ও নাসরিন হত্যা মামলার পলাতক আসামী গ্রেফতার

মোঃ শাহাবুদ্দিন সেলিম, তাড়াশ উপজেলা প্রতিনিধি
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩
  • ২২৪ বার পঠিত

সিরাজগঞ্জ র‍্যার ১২এবং র‍্যাব -৪ এর যৌথ অভিযানে সিরাজগঞ্জের সয়দাবাদ এলাকার থেকে চাঞ্চল্যকর সুমাইয়া ও নাসরিন হত্যা মামলার পলাতক প্রধান আসামী কে গ্রেফতার করেন র‍্যাব ১২ এই ধারাবাহিকতায় মোঃ মারুফ হোসেন পিপিএম,অধিনায়ক।

গত ১৮ অক্টোবর ২০২৩ ইং বিকাল ০৫.৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিক্তিতে র‍্যাব ১২ এবং র‍্যাব ৪ এর একটি যৌথ আভিধানিক দল র‍্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহযোগিতায় আশুলিয়া থানাধীন পল্লী বিদ্যুৎ এলাকায় অভিযান পরিচালনা করে সুমাইয়া খাতুন ও নাসরিন (১৯) হত্যা মামলার পলাতক প্রধান আসামী মোঃ রোমান (২৫) পিতা- মৃত তোফাজ্জল, গ্রাম-পুর্ব মোহনপুর,থানা- সিরাজগঞ্জ সদর, জেলা সিরাজগঞ্জ থেকে তাকে গ্রেফতার করে।
অভিযুক্তের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সদর থানায় মামলা নং(৩১) তারিখ ০৮/১০/ ২৩, পেনাল কোড- ১৮৬০এর ৩০২/৩৪ ধারায় মামলা মুঞ্জর করা হয়েছে।

অভিযোগ মোছাঃ সুমাইয়া খাতুন ও নাসরিন এর পুর্বের স্বামীর সাথে বিবাহ বিচ্ছেদ হওয়ার কারণে দুই বছর যাবৎ বাবার বাড়িতে বসবাস করতো।পরবর্তীতে মোঃ রোমান ও সুমাইয়া খাতুনের মাঝে বন্ধুত্ব সম্পর্ক গড়ে উঠে। মোঃ রোমান মাঝে মধ্যেই সুমাইয়া খাতুন ও নাসরিনকে তাদের বাড়িতে বেড়াতে নিয়ে যেত।গত ৬ অক্টোবর ২০২৩ ইং বিকালে নিজের বাড়িতে নিয়ে যাওয়ার কথা বলে তাকেে নিয়ে যায়। মোঃ রোহান ৩/৪ জন বন্ধু সহ তার অপর বন্ধু আকাশের বাড়িতে নিয়ে যায়। ভোরে রোমান তার বন্ধুদের সহযোগিতায় সুমাইয়া খাতুন ও নাসরিনকে অচেতন অবস্থায় সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা জেনারেল হাসপাতালে নিয়ে যায় হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সুমাইয়া খাতুন ও নাসরিন খাতুনকে মৃত ঘোষণা করেন।

এরপর মর্গের সামনে মরাদেহ ফেলে রেখে রোমান সুমাইয়ার বাবাকে মোবাইল ফোনে তার মেয়ে আত্মাহত্যা করেছে জানিয়ে পালিয়ে যায়।
গ্রেফতারকৃত আসামীকে সিরাজগঞ্জ জেলার সদর থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরও খবর