1. admin@narijagrato.com : admin :
  2. emranhrony@outlook.com : News Editor : News Editor
শনিবার, ০৯ অগাস্ট ২০২৫, ০৭:২০ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তিঃ
"দৈনিক নারী জাগ্রত" পত্রিকাতে সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা সিভি পাঠিয়ে দিন ই-মেইলেঃ narijagrata@gmail.com অথবা সরাসরি যোগাযোগ করুন – 01998–712363 – 01799–919901
শিরোনামঃ

অনিয়মের অভিযোগে পিমা সিকিউরিটির ইনচার্জ মিজানুরকে বরখাস্ত

মোঃআব্দুল্লাহ
  • আপডেট সময় : সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩
  • ১৬০ বার পঠিত

অনিয়মের অভিযোগে পিমা সিকিউরিটির ইনচার্জ মিজানুরকে বরখাস্ত

স্টাফ রিপোর্টারঃ যশোরের বেনাপোল স্থল বন্দরের নিরাপত্তা পিমা সিকিউরিটির সংস্থা ইনচার্জ মিজানুর রহমানকে বিভিন্ন অনিয়মের অভিযোগে বরখাস্ত করা হয়েছে।এস এম আবু মুহিদ ম্যানেজার বিজনেস ডেভেলপমেন্ট স্বাক্ষরিত একটি বরখাস্ত চিঠি পরিচালক ট্রাফিক বেনাপোল স্থলবন্দর বরাবর পাঠানো হয়।বন্দর কর্তৃপক্ষ চিঠিটা রবিবার গ্রহণ করেছেন।বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর পরিচালক মোঃ রেজাউল করিম।বরখাস্ত মিজানুর রহমানের শূণ্যস্থানে বর্তমানে প্রধান নিরাপত্তা কর্মকর্তার দায়িত্বে নিয়োজিত থাকবেন সুপারভাইজার মোঃ মনিরুজ্জামান।জানা যায় মিজানুর রহমান পিমা সিকিউরিটির সংস্থা ইনচার্জ হিসেবে বেনাপোল বন্দরের যোগদান করার পর টাকার বিনিময় জনবল নিয়োগ, পছন্দমত গেটে ডিউটি দেওয়ার মাধ্যমে ঘুষ বাণিজ্য, ছুটি দিয়ে বেতন কেটে রাখা, ঈদ,পূজার বোনাস ভাতা কম দেওয়া, বেতন দেওয়ার সময় বকসিস এর নামে ঘুষ আদায় সহ তার বিরুদ্ধে রয়েছে বিভিন্ন অনিয়মের অভিযোগ।তার বরখাস্তর খবর বন্দর এলাকায় ছড়িয়ে পরার পর পিমা সিকিউরিটির সাধারণ সদস্যদের মধ্যে আনন্দ উল্লাস মেতে উঠেছে। রক্ষা পেয়েছেন ঘুষ খোর মিজানের হাত থেকে। তাদের আশা এবার পুরো বেতনটায় বাড়িতে নিয়ে যেতে পারবে।এ ব্যাপারে বন্দর পরিচালক মোঃ রেজাউল করিম বলেন, পিমা সিকিউরিটির সংস্থা ইনচার্জ মিজানুর রহমান এর বরখাস্ত চিঠি পেয়েছি। তার অনিয়ম গুলো খতিয়ে দেখা হবে। বতর্মানে উক্তস্থানে দায়িত্ব পালন করছেন সুপারভাইজার মোঃ মনিরুজ্জামান।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরও খবর