1. admin@narijagrato.com : admin :
  2. emranhrony@outlook.com : News Editor : News Editor
শনিবার, ০৯ অগাস্ট ২০২৫, ০৭:২০ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তিঃ
"দৈনিক নারী জাগ্রত" পত্রিকাতে সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা সিভি পাঠিয়ে দিন ই-মেইলেঃ narijagrata@gmail.com অথবা সরাসরি যোগাযোগ করুন – 01998–712363 – 01799–919901
শিরোনামঃ

ভয়াবহ অগ্নি কান্ডে পুড়ে ছাই বাড়ি ঘর,বেঁচে নেই অবশিষ্ট কিছুই।

এম,মাহমুদুল হাসান নিপুন
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩
  • ২৮৭ বার পঠিত

ভয়াবহ অগ্নি কান্ডে পুড়ে ছাই বাড়ি ঘর। বেঁচে নেই অবশিষ্ট কিছুই।
এম,মাহমুদুল হাসান নিপুনঃ ভয়াবহ অগ্নি কান্ডে জ্বলে পুড়ে ছারখার হয়ে গেল সব। বেঁচে নেই অবশিষ্ট কিছুই। এমনই অগ্নি কান্ডের ঘটনা ঘটেছে নড়াইলের ১২নং বিছালী ইউনিয়নের রুখালি গ্রামে।১৩ই নভেম্বর রাত ৮.২০ মিনিটে এ অগ্নি কান্ডের ঘটনা ঘটে। ঘটনাস্থলে গিয়ে দেখা যায় দাউ দাউ করে জ্বলছে আগুন,আগুনের তিব্রতা এতো বেশি ছিলো যে,ঘরের পাশে ঠাই দাড়িয়ে থাকা ২০-২৫ ফিট উচুতে নারকেল গাছের পাতা,নারকেল,ডাব সবই আগুনে ঝলসে গেছে।দীর্ঘ সময় ধরে এলাকা বাসির প্রচেষ্টায় আগুন নেভানো সম্ভব হলেও ঘরের ভিতরে থাকা কোন কিছুই উদ্ধার করা সম্ভব হয় নি।সব কিছুই পুড়ে শেষ।পুরো ঘর,আসবাবপত্র,জামা কাপড়,ধন,গম, মাছের খাবার,শোকেস,আলমারি নগদ টাকা,বিছানা,কাঁথা সবই পড়ে ছাই এমনকি থালা বাসন কোন কিছুি অবশিষ্ট নেই।
জানা যায়,বৈদ্যুতিক লাইন থেকে এ আগুনের সূএপাত ঘটে। এসময় বাড়িতে কেউ  উপস্থিত ছিলো না।বাড়ি ও আশপাশের সবাই কালী প্রতিমা বিসর্জ্জনে মন্দিরে ব্যাস্ত ছিলেন।
এ দূরর্ঘটনার খবর পেয়ে ১২ নং বিছালী ইউনিয়নের চেয়ারম্যান হিমায়েত হোসেন ফারুক ছুটে আসেন এবং ঘটনা স্থল পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তৎক্ষনাৎ নগদ ১০,০০০ টাকা ক্ষতিগ্রস্থ পরিবারের হাতে তুলে দেন।এসময় তিনি ক্ষতিগ্রস্থ পরিবারের ঘর র্নিমানসহ যাবতীয় সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।

আগুন লাগার খবর পেয়ে তাতক্ষনাত মির্জাপুর ক্যাপ্পের পুলিশ কর্মকতাগন ঘটনা স্থলে ছুটে যান।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরও খবর