1. admin@narijagrato.com : admin :
  2. emranhrony@outlook.com : News Editor : News Editor
শনিবার, ০৪ অক্টোবর ২০২৫, ০৪:৪৬ অপরাহ্ন
বিজ্ঞপ্তিঃ
"দৈনিক নারী জাগ্রত" পত্রিকাতে সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা সিভি পাঠিয়ে দিন ই-মেইলেঃ narijagrata@gmail.com অথবা সরাসরি যোগাযোগ করুন – 01998–712363 – 01799–919901
শিরোনামঃ

কবিতা বাংলা তোমায়

মোঃ মাহমুদুল হাসান লিমন, নরসিংদী জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩
  • ১৭৭ বার পঠিত

কবিতা : বাংলা তোমায়।
লেখক : আল-হেরা মাহমুদুল হাসান লিমন।

বাংলা তুমি লাল সবুজের পতাকা।
বাংলা তুমি শিশির ভেজা ভোরের কুয়াশা।
বাংলা তুমি হাজার দেশের মাঝে একটি দেশ।
সবার চেয়ে সুন্দর তুমি কী মনোরম পরিবেশ।
বাংলা তুমি শহিদের রক্তে লেখা স্বাধীন বাংলাদেশ।
বাংলা তুমি সবার মাঝে রবে চিরদিনি।
বাংলা তুমি সবুজের বুকে সোনালী সেই ফসলি।
বাংলা তুমি কৃষক মজুরের মিষ্টি সেই হাসি।

বাংলা তুমি প্রাকৃতিক অপরূপ সমাহার।
বাংলা তুমি নদ নদীর কী যে বাহার।
বাংলা তুমি মাঝির মুখে ভাটিয়ালি গান।
বাংলা তুমি মাতৃভূমি লক্ষ মায়ের প্রাণ
বাংলা তুমি কালজয়ী সেই চেতনা।

বাংলা তুমি লক্ষ মায়ের ইজ্জতেরি কেনা।
বাংলা তুমি ৩০ লক্ষ শহিদের রক্তের কনা
বাংলা তোমার স্বাধীনতা আমরা কখনো ভুলবো না।
বাংলা মাগো তোমায় আমরা ভালোবাসি।

বাংলা তোমার ঋণ আমরা কি দিয়ে শুধাই
তবুও তোমার কাসে আমরা ফিরে জাই।
বাংলা তুমি ক্রিকেটার দিয়ে বিশ্বের মাঝে গড়া।
বাংলা তুমি কোরআন জয়ী বিশ্বে’র মর্যাদা।

আমার সোনার বাংলা তোমায় ভালোবাসি।
বাংলা তুমি নজরুলের বিদ্রোহী কবিতা।
বাংলা তুমি জসিম উদ্দিনের পল্লি কবিতা।
বাংলা তুমি জিবনান্দের রুপসী বাংলা।।
বাংলা তুমি বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর।
বাংলা তুমি শহিদ জননী জাহানারা ইমাম।
বাংলা তুমি শাহাজালালের আজানের ধনী
ভেঙ্গে পরেছিল গৌরগবিন্দের রাজ্য সিংহাসনি।
বাংলা তুমি ৩৬০ আউলিয়ার দেশ।
বাংলা তুমি সবুজ স্বর্ণালী সেই বেশ।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরও খবর